যেখানে বসে শেখ হাসিনা নিতেন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত! বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই বাসভবনে বিক্রি হচ্ছে চা-সিঙ্গারা

রাজধানী ঢাকা থেকে বের হওয়ার পর বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে তোলপাড় করে।

deblina dey | Published : Aug 7, 2024 7:23 AM IST / Updated: Aug 07 2024, 01:50 PM IST

113

আওয়ামী লীগের সুপ্রিমো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটি অভ্যুত্থান ঘটে।

মুখ ফিরিয়েছে আমেরিকা ব্রিটেন, কোন দেশে আশ্রয় দেবেন বা কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা?

213

রাজধানী ঢাকা থেকে বের হওয়ার পর বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে তোলপাড় করে।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দায়ে অভিযুক্ত এই মার্কিন কূটনীতিক ? যার পরবর্তী লক্ষ্য ভারত

313

আসবাব থেকে প্রধানমন্ত্রীর শাড়ি ব্লাউজ এমনকী অন্তর্বাস পর্যন্ত, কিছুই ছাড়েননি আন্দোলনকারীরা।

ছাত্রজোটের দাবি মেনে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসই হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান!

413

গোটা সরকারি বাসভবন জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন আন্দোলনকারীর একদল।

513

আসুন, জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রীর সেই আবাসস্থলের এতঘন্টা পর কেমন অবস্থা?

613

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার সরকারি বাসভবনে ঢুকে বিক্ষোভকারীরা তোলপাড় সৃষ্টি করে।

713

স্থানীয় এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আসা ঘটনার ফটো এবং ভিডিওগুলি ছিল অত্যন্ত মর্মান্তিক।

813

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে একজন বিক্ষোভকারীকে তার শোওয়ার ঘরে ঢুকে মুরগির মাংস খেতে দেখা গিয়েছে।

913

কিছু লোককে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুটপাট ও জিনিসপত্র নিয়ে যেতে দেখা গিয়েছে। যে যেখানে যা পেয়েছেন সব লুঠ করেছেন।

1013

কম্বল, বালিশ, বালতি, শাড়ি ও ব্লাউজসহ অন্যান্য জিনিসপত্রও লুট করে নিয়ে যায় বিক্ষোভকারীরা।

1113

মঙ্গলবার ৬ আগস্ট রাস্তার বিক্রেতাদের বসানো হলে 'গণবন্ধন'-এর ভিতরে বাজারের মতো পরিবেশ দেখা যায়।

1213

গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রী হাউসে বিশাল জনসমাগম পৌঁছায়।

1313

এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে চপ সিঙ্গারা ও পাকোড়া বিক্রি করতে শুরু করেছেন বিক্রেতারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos