সংক্ষিপ্ত
দিল্লি মেট্রোতে মহিলার মর্মান্তিক মৃত্যু। পুলিশের ডিএমআরসি থেকে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে ঘটনার তদন্তের জন্য।
ভয়ঙ্কর দুর্ঘটনা দিল্লি মেট্রোতে। ট্রেনের দরজায় শাড়ি জড়িয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয় বলে হাসপাতার সূত্রের খবর। দিল্লি মেট্রো কর্পোরেশন বা ডিএমআরসি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বলেছে, '১৪ ডিসেম্বর ইন্দারলোক মেট্রো স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে। প্রথমিক তদন্তে জানা গিয়েছে, এক মহিলার পোশাক ট্রেনে আটকে গিয়েছিল। তাতে মহিলা গুরুতর চোট পায়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার তার মৃত্যু হয়।'
স্থানীয় সূত্রের জানা গিয়েছে মহিলার নাম রীনা দেবী। তিনি তাঁর ১১ বছরের ছেলেকে নিয়ে নাংসলোই থেকে মোহননগর যাচ্ছিলেন। দিল্লি পুলিশ ডিএমআরসি থেকে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে ঘটনার তদন্তের জন্য। সিআরপিসির ১৭৪ ধারার অধীনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। তিনি আরও জানিয়েছেন, মহিলা শাড়ি ট্রেনের দরজার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। তারপর তিনি ট্র্যাকে পড়ে যান। সেই সময় হৃদপিণ্ডে আর মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। দ্রুত তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলাকে ভর্তি করা হয়েছিল নিউরোসার্জারির আইসিইউ ওয়ার্ডে। সংশ্লিষ্ট বিভাব জানিয়েছে, মহিলাকে বিকেল ৪টে ২০ মিনিটে মাথায় আর বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়।
মেট্রো সূত্রের খবর মেট্রো রেলওয়ের নিরাপত্তা কমিশনার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ডিএমআইরসি কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেলওয়ে নিরাপত্তা কমিশনার ঘটনার তদন্ত করবে। প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনের দরজায় মহিলার শাড়ি জড়িয়ে যায়। তারপর ট্রেন চালু হয়ে যায়। মহিলাকে কয়েক মিটার টেনে নিয়ে যাওয়া হয়। তারপর মহিলা ট্র্যাকে পড়ে যান। সেখানেই মহিলা গুরুতর চোট পান।
আরও পড়ুনঃ
Ayodhya Mosque: কী অবস্থা অযোধ্যা মসজিদের? আর্থিক সমস্যার কারণেই বিলম্ব নির্মাণকাজ শুরুর