English Name: ইংল্যান্ডের সবথেকে জনপ্রিয় নাম কী? শুনলেই আপনার চোখ কপালে উঠবে

Published : Dec 13, 2024, 01:16 PM IST
england flag

সংক্ষিপ্ত

'মহম্মদ' হল ইসলামের শেষ নবীর নাম। যিনি ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র। ইংরেজিতে 'মহম্মদ' নামের আরও দুটি শব্দরূপ রয়েছে। 

জন, জনি, প্যাট বা নিক নয়- টানা ৮ বছর ধরে ইংল্যান্ডের জনপ্রিয় নাম শুনলে আপনি আবাক হয়ে যাবেন। সম্প্রতি প্রকাশিক রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় নাম হল 'মহম্মদ'। দ্যা ন্যাশানাল রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ব্রিটেনে সবথেকে জনপ্রিয় নাম ছিল 'মহম্মদ'। অফিস ফর ন্যাশানাল স্ট্যাটিস্টিকস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৪৬৬১ জন সদ্যোজাত শিশুর নাম রাখা হয়েছিল 'মহম্মদ'। গত বছরের তুলনায় এই বছর সেই সংখ্যা আরও বেড়ে হয়েছে ৪৮৪। ওএনএস-এর মতে 'মহম্মদ' নামটি সম্প্রতি নয় ২০২৬ সালে থেকেই জনপ্রিয়তা পাচ্ছে। সেই সময়ে থেকেই সেরা ১০টি নামের তালিকায় পাকাপাকি ভাবে স্থান পেয়েছে।

'মহম্মদ' নামের জনপ্রিয়তার কারণ

'মহম্মদ' হল ইসলামের শেষ নবীর নাম। যিনি ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র। ইংরেজিতে 'মহম্মদ' নামের আরও দুটি শব্দরূপ রয়েছে। সেগুলি অবশ্য অনেকটাই পিছিয়ে রয়েছে। 'মহম্মদ' নাম এসেছে আরবি শব্দ হমদ থেকে। যার অর্থ প্রশংসা।

তবে রিপোর্ট বলছে সম্প্রতি ইংল্যান্ডে রাজকীয় নামের চাহিদা অনেকটাই কমেছে। পরিবর্তে বাড়ছে সাধারণ নাম। তবে ঋতুর সঙ্গে তাল মিলিয়ে নামের চাহিদা বাড়ছে। সামার বা ওটম নাম অনেকেই রাখছেন সন্তানের। অন্যদিকে মেয়েদের মধ্য জনপ্রিয় নাম অলিভিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যামেলিয়া ও ইসলা। ব্রিটেনে নামকরণের ক্ষেত্রে পপ সংস্কৃতির প্রভাব বাড়ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

দিল্লি বিস্ফোরণে প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা! ব্রিটিশ নাগরিকদের ভারত ভ্রমণে জারি একগুচ্ছ নির্দেশিকা
লন্ডনগামী ট্রেনে হঠাৎ ছুরি নিয়ে হামলা আততায়ীর! ১০ জনকে ছুরিকাঘাত; গ্রেফতার ২