UK IND Visit Advisory: ভারত ভ্রমণে এবার ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ সতর্ক বার্তা দিলো ভারতে অবস্থিত লন্ডনের দূতাবাস। কী বলা হয়েছে নির্দেশিকায়? জানুন বিশদে…
এবার ভারত-পাক সীমান্ত ও জম্মু-কাশ্মীরে ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের নাগরিকদের, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সতর্কতা জারি করেছে লন্ডন। বুধবার এই সংক্রান্ত ভ্রমণ নির্দেশিকা জারি করেছে ব্রিটেন সরকার। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরই নিজের দেশের নাগরিকদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
25
ভারত ভ্রমণে ব্রিটেনের নিষেধাজ্ঞা!
সাম্প্রতিক সময়ে দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ থেকে চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিধ্বস্ত ভারত। এই অবস্থায় ভারতে ভ্রমণের ক্ষেত্রে কোন কোন জায়গা ব্রিটিশ নাগরিকদের এড়িয়ে যাওয়া উচিত সেই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল ভারতে অবস্থিত ব্রিটেনের দূতাবাস।
35
কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?
ভারতে অবস্থিত হাইকমিশন অফ লন্ডনের দূতাবাস থেকে সেদেশের নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ সংক্রান্ত গাইডলাইনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাজ্য তার নাগরিকদের জন্য নিরাপদ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলায় এক বিদেশি পর্যটক সহ ২৬ জন নিহত হয়েছে। সেই ঘটনার স্মৃতি এখনও দগদগে। যদিও তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে নামে ভারত। তবুও কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভারত-পাক সীমান্তবর্তী অঞ্চল এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, কেন্দ্রশাসিত জম্মুকাশ্মীরের এক প্রান্তে ভারতের কাশ্মীর অপরদিকে পাক অধিকৃত কাশ্মীর (POK) রয়েছে। ফলে পাকিস্তানের সীমানা বড়াবড় খুব স্বাভাবিক ভাবেই জঙ্গি উপদ্রুত এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
55
মণিপুর ভ্রমণেও বিশেষ গাইডলাইন
তবে শুধু কাশ্মীর নয়। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর ভ্রমণের ক্ষেত্রেও ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে। কারণ, মণিপুরে এখনও জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। এছাড়াও মাঝেমধ্যেই এখানে কুকি আর মেইতিদের সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ফলে যেকোনও ধরনের বিপদ এড়াতে এই রাজ্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।