করোনাভাইরাসের করাল থাবা ইরানে, আক্রান্ত ভাইস প্রেসিডেন্টের চিকিৎসা চলছে বাড়িতে

  • করোনার করাল গ্রাস ইরানে
  • নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত আরও ১০৬ জন 
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
  • করোনায় সংক্রমিত ভাইস প্রেসিডেন্ট মাসুমেহে এবেটেকর

Asianet News Bangla | Published : Feb 28, 2020 7:19 AM IST

চিন থেকে সুদূর ইরান। হানা দিয়েছে বিষাক্ত করোনাভাইরাস। মুসলিম এই দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যাও। ইরান প্রশাসন জানিয়েছে, রীতিমত মহামারির আকার নিয়েছে করোনাভাইস। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনাভাইরাসে সংক্রমতি হয়ে বহুমানুষই হাসপাতালে চিকিৎসাধীন। যানিয়ে রীতিমত উদ্বিগ্ন ইরানের স্বাস্থ্যমন্ত্রক। স্থানীয় প্রশাসনের দাবি চিনের বাইরে আর কোনও দেশে করোনার বলি এত মানুষ হয়নি। 

আরও পড়ুনঃ করোনাভাইরাসে একমাসেই ক্ষতি ৩৩ লক্ষ কোটি টাকা, ধসে যাবে না তো চিনের 'দৈত্যাকার অর্থনীতি'

ইরানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ১৯ তারিখে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম অসুস্থের সন্ধান মেলে। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় আড়াইশোজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১০৬ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে আক্রান্তদের। 

আরও পড়ুনঃ সোনায় ভর্তি ৮০০ বছরের পুরনো সুড়ঙ্গ, আবিষ্কার ঘিরে হইচই বিশ্বে

এই পরিস্তির মধ্যে উদ্বেগ বাড়িয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহে এবেটেকর। সাত জন উপরাষ্ট্রপতির মধ্যে একজন মাসুমেহে এবেটেকর। ইরান সরকারের শীর্ষস্থানে থাকা মহিলা  আধিকারিক হিসেবে তিনি পরিচিত। বৃহস্পতিবার থেকেই তিনি অসুস্থ।  তাঁর শরীরেও পাওয়া গেছে ভয়ঙ্কর করোনার জীবানু।  তবে বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেশের ওমেন অ্যাফেরারে দায়িত্ব রয়েছে তাঁরই হাতে। ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানিও বিশেষ গুরুত্ব দেন মাসুমেহে এবেটেকরকে। তাই মাসুমেহে এবেটেকর আক্রান্ত হওয়ায় রীতিমত চিন্তিত ইরান প্রশাসন। বুধবারই রাষ্ট্রপতি হাসান রুহানির উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। বসেছিলেন রুহানির থেকে কিছুটা দূরেই।  তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই প্রশাসন জানিয়েছেন। 

করোনাভাইরাসের প্রকোপ রুখতে তৎপর ইরান প্রশাসন। ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের জন্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন শিয়া তীর্থস্থান গুলিতে চলছে কড়া নজরদারী। শুক্রবারের সাপ্তাহিক নামাজ বাতিলের  আবেদনও জানিয়েছে। তবে একত্রিত না হয়ে একা একা প্রার্থনা করার আবেদন জানানো হয়েছে সকলের কাছে।   আগামী এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। করোনার প্রকোপ রুখতে সজাগ রয়েছে প্রশাসন।  

আরও পড়ুনঃ মোদী ফ্যাসিস্ট, পিঙ্ক ফ্লয়েডের গিটারিস্টের মুখে সিএএ বিরোধী কবিতা

ইরানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ১৯ তারিখে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম অসুস্থের সন্ধান মেলে। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় আড়াইশোজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১০৬ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে আক্রান্তদের। 

এই পরিস্তির মধ্যে উদ্বেগ বাড়িয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহে এবেটেকর। সাত জন উপরাষ্ট্রপতির মধ্যে একজন মাসুমেহে এবেটেকর। ইরান সরকারের শীর্ষস্থানে থাকা মহিলা  আধিকারিক হিসেবে তিনি পরিচিত। বৃহস্পতিবার থেকেই তিনি অসুস্থ।  তাঁর শরীরেও পাওয়া গেছে ভয়ঙ্কর করোনার জীবানু।  তবে বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেশের ওমেন অ্যাফেরারে দায়িত্ব রয়েছে তাঁরই হাতে। ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানিও বিশেষ গুরুত্ব দেন মাসুমেহে এবেটেকরকে। তাই মাসুমেহে এবেটেকর আক্রান্ত হওয়ায় রীতিমত চিন্তিত ইরান প্রশাসন। বুধবারই রাষ্ট্রপতি হাসান রুহানির উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। বসেছিলেন রুহানির থেকে কিছুটা দূরেই।  তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই প্রশাসন জানিয়েছেন। 

করোনাভাইরাসের প্রকোপ রুখতে তৎপর ইরান প্রশাসন। ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের জন্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন শিয়া তীর্থস্থান গুলিতে চলছে কড়া নজরদারী। শুক্রবারের সাপ্তাহিক নামাজ বাতিলের আবেদনও জানিয়েছে। তবে একত্রিত না হয়ে একা একা প্রার্থনা করার আবেদন জানানো হয়েছে সকলের কাছে।   আগামী এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। করোনার প্রকোপ রুখতে সজাগ রয়েছে প্রশাসন। 

Share this article
click me!