সংক্ষিপ্ত
- এবার সিএএ বিরোধিতা স্বয়ং পিঙ্ক ফ্লয়েড-এর অন্য়তম প্রতিষ্ঠাতার মুখে
- সিএএ বিরোধিতায় আমির আজিজের কবিতা শোনা গেল ওয়াটার্সের মুখে
- নিজে শ্রোতাদের 'সব ইয়াদ রাখ্খা জায়েগা'-র ইংরেজি অনুবাদ শোনান তিনি
- কবিতা পাঠ শেষে আজিজের প্রশংসাও করেন রজার ওয়াটার্স
এবার সিএএ বিরোধিতা স্বয়ং পিঙ্ক ফ্লয়েড-এর অন্য়তম প্রতিষ্ঠাতার মুখে। সিএএ বিরোধিতার প্রেক্ষাপটে লেখা আমির আজিজের কবিতা শোনা গেল খোদ ব্যান্ডের গিটারিস্ট রজার ওয়াটার্সের মুখে। নিজে শ্রোতাদের 'সব ইয়াদ রাখ্খা জায়েগা'-র ইংরেজি অনুবাদ পড়ে শোনান ওয়াটারস। কবিতা পাঠ শেষে আজিজের প্রশংসাও করেন তিনি।
অমিত শাহ ঢুকলেই কালো পতাকা, গো-ব্যাক স্লোগানের প্রস্তুতি নিচ্ছে সিপিএম
উইলিকলিকস-এর স্রষ্টা জুলিয়ান অ্যাসাঞ্জ-এর মুক্তির দাবিতে শুরু হয়েছিল অনুষ্ঠান। লন্ডনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ বিশ্বের অন্যতম ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড-এর গিটারিস্ট রজার ওয়াটার্স। জুলিয়ানের মুক্তির দাবিতে ফ্যাসিস্ট শাসনের উদাহরণ তুলে ধরেন ওয়াটার্স। তারপরই এই জগৎ বিখ্যাত সুরকারের মুখে শোনা যায় আজিজের সব ইয়াদ রাখ্খা জায়েগা কবিতা। সব শেষে ওয়াটার্স বলেন, ভারতে মোদীর ফ্য়াসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এই যুবক। এই ছেলের একটা ভবিষ্যৎ আছে। দর্শক আসনে আজিজের কবিতার ইংরেজি অনুবাদ শুনেই ততক্ষণে তালির রোল উঠেছে।
পূর্বের নিরাপত্তা নিয়ে চিন্তা, শুক্রবার বাংলা সহ ৪ রাজ্য়ের সঙ্গে বৈঠক অমিত শাহের
গত ২ মাস আগে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের সময় অনলাইনে 'সব ইয়াদ রাখ্খা জায়েগা' কবিতাটির ভিডিয়ো প্রকাশ করেছেন আজিজ। মুক্তির পর থেকেই ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন এই যুবক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর কবিতা। যার দৌলতে ওয়াটার্স পর্যন্ত পৌঁছে গিয়েছে এই কবিতা। যেখানে বলা হয়েছে,
সব ইয়াদ রাখ্খা জায়েগা
তুমহারি লাঠিয়ো ওউর গোলিয়ো সে কতল হুয়ে হে মেরে ইয়ার সব
উনকি ইয়াদ মে দিলো কো বরবাদ রাখ্কা জায়েগা
সব ইয়াদ রাখ্খা জায়েগা, সব কুছ ইয়াদ রাখ্খা জায়েগা
Roger Waters of Pink Floyd reads Aamir Aziz's 'Sab Yaad Rakha Jayega' and slays Narendra Modi. #DelhiRiots2020 pic.twitter.com/LAsDDD01Sq
— Samiran Mishra (@scoutdesk) February 27, 2020
দেশের সাম্প্রতিক সিএএ বিরোধিতার চিত্র বলছে, গত তিন দিনে সিএএ বিরোধিতাকে নিয়ে দিল্লিতে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ফল গুণতে হয়েছে দিল্লিবাসীকে। ইতিমধ্য়েই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। হানাহানি বন্ধে নিজেই এলাকা পিরদর্শনে নেমেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।