ফের বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, ভারত কত নম্বরে, প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস চার্ট

২০২২ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের দশম সংস্করণে ফিনল্যান্ডকে সুখীতম দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে গণ্য করা হয়েছে এই তালিকায়। 

১৫০টি দেশকে পিছনে ফেলে পঞ্চমবারের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থান নিল ফিনল্যান্ড (Finland)। ২০২২ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের (World Happiness chart) দশম সংস্করণে ফিনল্যান্ডকে সুখীতম দেশ (The happiest country) হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে গণ্য করা হয়েছে এই তালিকায়। 

এই তালিকার প্রথম দশে কোন কোন দেশ ?

Latest Videos

ফিনল্যান্ড
ডেনমার্ক
আইসল্যান্ড
সুইজারল্যান্ড
নেদারল্যান্ডস
লুক্সেমবার্গ
সুইডেন
নরওয়ে
ইজরায়েল
নিউজিল্যান্ড

এই রিপোর্টের সম্পাদক কানাডিয়ান অর্থনীতিবিদ জন এফ. হেলিওয়েল। তিনি বলেছেন “আমরা ২০২১ সালে গ্যালাপ ওয়ার্ল্ড পোলের মাধ্যমে পর্যবেক্ষণ চালাই। সেখানেই এই তালিকা উঠে এসেছে। জীবনযাত্রার মান, সরকারের ওপর আস্থা ও ভাল কাজের গতির মত একাধিক মাপকাঠির ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়েছে।"

টানা পঞ্চম বছরের জন্য, ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে শীর্ষস্থান দখল করে। এবং এই বছর এর স্কোর শীর্ষ দশে থাকা অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
দ্বিতীয় স্থানে কোন পরিবর্তন নেই। এই স্থানে ডেনমার্ক রৌপ্য পদক জিতে নিয়েছে। গত বছরের থেকে এক স্থান ওপরে উঠে আইসল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে। 

দশের পর বাকি পাঁচ দেশ হল অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি এবং কানাডা। দশ বছর আগেও কানাডা পঞ্চম স্থানে ছিল, যা ধীরে ধীরে প্রথম ১৫য়ে এসে ঠেকেছে। বাকি শীর্ষ কুড়ির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ১৬ তম স্থানে। গত বছর ছিল ১৯ তম স্থানে। যুক্তরাজ্য এবং চেক প্রজাতন্ত্র ১৭তম এবং ১৮ তম স্থানে রয়েছে, তারপরে বেলজিয়াম ১৯তম এবং ফ্রান্স ২০তম স্থানে রয়েছে। 

২০২২ সালের রিপোর্টের ফলাফল শুনে এক্সপো ২০২০ দুবাই-এ ফিনল্যান্ডের কমিশনার জেনারেল সেভেরি কেইন্যালা বলেছেন ফিনল্যান্ড তার নাগরিকদের ব্যক্তিগত ও সমষ্টিগত সুখে বিশ্বাস করে। নাগরিক উন্নয়নের ধারাবাহিক চেষ্টার ফল এই রিপোর্ট। 

তালিকার শেষে কোন কোন দেশ

জাম্বিয়া
মালাউই
তানজানিয়া
সিয়েরা লিওন
লেসোথো
বতসোয়ানা
রুয়ান্ডা
জিম্বাবুয়ে
লেবানন
আফগানিস্তান

তালিকার শেষ ধাপ থেকে উঠে কিছুটা সুখী প্রমাণ করেছে সার্বিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া। এই তিন দেশ গত বছরের রিপোর্টের শেষ প্রান্তে ছিল। এবছর সেখান থেকে বেরোতে পেরেছে এই তিন দেশ। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লেবানন, ভেনিজুয়েলা ও আফগানিস্তানে।

Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন