বেসমেন্ট ভরে গিয়েছে ছোট ছোট বাচ্চায়, টুইট কিয়েভের গার্ডিয়ান সাংবাদিক লুক হার্ডিং-এর

কিয়েভের গার্ডিয়ান সাংবাদিক লুক হার্ডিং টুইটে করেছেন সেখানের পরিস্থিতি প্রসঙ্গে। টুইট থেকে জানা গিয়েছে, রাস্তায় খুবই কম লোক দেখা যাচ্ছে। তিনি টুইটে যা লেখেন তার অর্থ, কিয়েভে (Kyiv) তাঁদের অফিসের বেসমেন্টে ভরে গিয়েছে স্থানীয় লোকের ভিড়ে।

ইউক্রেন (Russia) ও রাশিয়ার (Ukraine) যুদ্ধের খবরে সরগরম সর্বত্র। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে (Ukraine) সেনা অভিযানের ঘোষণা করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মিনিট খানেকের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিল রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে কিয়েভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। তার মধ্যে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

রাশিয়ার (Russia) কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। চারিদিকে তীব্র আলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। তারপর থেকেই এই সকল শহরের অবস্থা নিয়ে আগ্রহ জনগণের মনে। 

Latest Videos

সম্প্রতি, কিয়েভের গার্ডিয়ান সাংবাদিক লুক হার্ডিং টুইটে করেছেন সেখানের পরিস্থিতি প্রসঙ্গে। টুইট থেকে জানা গিয়েছে, রাস্তায় খুবই কম লোক দেখা যাচ্ছে। তিনি টুইটে যা লেখেন তার অর্থ, কিয়েভে (Kyiv) তাঁদের অফিসের বেসমেন্টে ভরে গিয়েছে স্থানীয় লোকের ভিড়ে। সকলেই ছোট ছোট বাচ্চাকে নিয়ে আশ্রয় নিচ্ছেন। আর সেই সকল বাচ্চার হাতে রয়েছে রঙিন বই। এমনভাবেই এক পরিস্থিতির বর্ণনার করেন।   

ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) সমস্যা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। সোমবার রাতে ইউক্রেনের দুটি অঞ্চল স্বাধীন বলে ঘোষণা করেছিলেন পুতিন। এই দুটি অঞ্চল হল দনেৎস্ক এবং লুহানস্ক। এই দুই অঞ্চলকে একত্রে বলা হয় ডনবাস। জানা যায়, ক্রেমলিনে বসে এই দুই অঞ্চবের বিরোধী নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করছেন রাশিয়ার (Russia ) প্রেসিডেন্ট। তবে আগেই আমেরিকা, ব্রিটেন সব পশ্চিমী দেশগুলো বার বার সতর্ক করেছিল রাশিয়াকে (Russia)। তা সত্ত্বেও এই সকল সতর্কবার্তা আগ্রাহ্য করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

পুতিনের এই পদক্ষেপের জন্য ইউক্রেন (Ukraine) সরকারের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরু হতে পারে বলে তখনই আশঙ্কা প্রকাশ করেছিল বুদ্ধিজীবি মহল। বাস্তবে ঘটল এমনটাই। বৃহস্পতিবার সকাল থেকে কিয়েভ-সহ (Kyiv)  ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। পুতিনের সেনা ইউক্রেনে পুরোদস্তুর আগ্রাসন শুরু করে দিয়েছে। শান্তিপূর্ণ ইউক্রেনের নানা শহরে একের পর এক সংঘাত নেমে আসছে। এমন খবর টুইট (Tweet) করে জানান ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা। তবে, যে অঞ্চলে বিস্ফোরণ হয়েছে, তা জনবসতিপূর্ণ এলাকা নাকি জনবিরল তা এখনও জানা যায়নি। ঘটনায় আহতের সংখ্যা কত, তাও এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: বাড়ল উৎকণ্ঠা, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার না করেই ফিরতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরই হুঁশিয়ারি ব্রিটেনের, ইউক্রেনের পাশে থাকার বার্তা জনসনের

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে পুতিনের সমস্যাটা কোথায়, কী কারণে আক্রমণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট
 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি
বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
Suvendu Adhikari Live : মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মেয়রের গ্রেফতারের দাবীতে পথে শুভেন্দু
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral