বিদেশের মাটিতে অনর্গল বাংলা বলে ভাইরাল হলেন জাপানি কন্যা, খেতে ভালবাসেন সর্ষে ইলিশ

  • জাপানের রাজপথে দেখা মিলল বাংলায় কথা বলা বিদেশি কন্যার
  • স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন এই জাপানি কন্যা
  • বাংলা শিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে
  • বাঙালি রান্নাও ভারি পছন্দ জাপানি তরুণীর

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে জাপানের রাজপথে ঝরঝরে বাংলায় কথা বলে চলেছেন এক জাপানি তরুণী। ইতিমধ্যে ফেসবুকে ভিডিওটি দেখে ফেলেছেন চার লক্ষেরও বেশি মানুষ, শেয়ারের সংখ্যা এগারো হাজারেরও বেশি।

আরও পড়ুন: কুয়াশায় ঢাকা শহরে তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, কাল থেকে বৃষ্টি কলকাতায়

Latest Videos

ফেসবুকে এই ভিডিওটি আপলোড করেছিলেন অপূর্ব দাস নামে বেঙ্গালুরুতে কর্মরত এক ব্যক্তি। সম্প্রতি জাপানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল জাপানি তরুণী সাকুরা ইশিকাওয়ার। অপূর্ব সাকুরার সঙ্গে পরিচয় করে দেওয়ার পর ঝরঝরে  বাংলায় সকলকে নমস্কার জানান এই তরুণী।  সাকুরা জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়তেন তিনি। থাকতেন গোলপার্কে। শুধু বাংলা শেখার টানে রোজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত হেঁটে যাতায়াত করতেন। এখন অবশ্য টিসিএস জাপানে কর্মরত তিনি। তবে নিজের আগ্রহেই বাংলা শিখেছেন। বাংলা ছাড়াও আরেক ভারতীয় ভাষা হিন্দিও জানেন এই মেয়ে। তবে সাকুরার মতে, বাংলায় ভাবপ্রকাশের উপায় অনেক বেশি, তাই বাংলা অনেক ধনী ভাষা।

 

আরও পড়ুন: সিএএ নিয়ে মার্কিন মুলুকেও অস্বস্তিতে মোদী সরকার, এবার নিন্দা প্রস্তাব সিয়াটেল সিটি কাউন্সিলে

বাংলা ভাষার একাধিক সাহিত্যও পড়েছেন সাকুরা ইশিকাওয়া। ফেলুদার ছিন্নমস্তার অভিশাপ পড়া শেষ। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার পড়েছেন। অল্পবিস্তর কবিতাও তাঁর পড়া। দেখেছেন সত্যজিত রায়ের পথের পাঁচালি। বাংলা ভাষার মত বাঙালি খাবারও মন জিতেছে এই জাপানি কন্যার। ভাল লেগেছে সর্ষে ইলিশ, মোচার ঘন্ট আর রসগোল্লাও। 

 

যাঁরা বলেন, বাংলাটা ঠিক আসে না, বা যাঁরা বাংলার সঙ্গে অন্য ভাষা মিশিয়ে বলতে বেশি স্বচ্ছন্দ, তাঁদের মাথা হেঁট করে দিতে পারেন সাকুরা ইশিকাওয়া। বিদেশের মাটিতে জাপানি কন্যার বাংলায় এই আলাপচারিতা এখন মুগ্ধ নেট দুনিয়া।

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News