রণংদেহি মেজাজে রাশিয়া, পুতিনকে ঠেকাতে কী নয়া ছক কষছেন বাইডেন

ইউক্রেনও পাল্টা ৫০ রুশ সেনাকে হত্যার কথা বলেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে ফেলেছেন। 

ভারতীয় সময় শুক্রবার ভোর থেকেই ইউক্রেনের উপর খাতায় কলমে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে এদিন দিনভর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে সন্ধ্যা পর্যন্ত। যার মধ্যে সেনা-জওয়ান ছাড়াও ১০ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এদিকে হামলা চলেছে একাধিক বিমানবন্দরেও। অন্যদিকে ইউক্রেনও পাল্টা ৫০ রুশ সেনাকে হত্যার কথা বলেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে ফেলেছেন। তাতে আরও বেড়েছে জটিলতা।

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের সূত্রপাত হয়।এদিকে বর্তমান পরিস্থিতি যা তাতে সহজেই বলা যায় ঠান্ডা যুদ্ধ-র প্রায় ৪০ বছর পর ফের দু'ভাগে বিভক্ত বিশ্ব। ক্রমেই জোরালো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। এদিকে ইউক্রেন সঙ্কট নিয়ে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তিনি পুতিনের কাছে আলাপ-আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কটের সমাধানের আবেদন জানান বলে জানা যায়। পিএমও-এর তরফে জানানো হয়েছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে পুতিনের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সব পক্ষকে কূটনৈতিক সংলাপের পথে ফেরার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন স্পষ্ট ভাষায়। যা নিয়েও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Latest Videos

আরও পড়ুন- সাহস থাকলে সিবিআই তদন্ত টাক রাজ্য, আনিস কাণ্ডে মমতাকে তোপ দিলীপের

আরও পড়ুন- কতটা শান্তিপূর্ণ ভোট হল উত্তরপ্রদেশে, তৃতীয় দফার নির্বাচন শেষে পাল্লা ভারী কার

একইসঙ্গে প্রধানমন্ত্রী পুতিনের সাথে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে বিষয়েও আলোচনা করেছেন। সমস্ত ভারতীয়দের যাতে নিরাপদে দেশে ফেরানো যায় সেই বিষয়ে পুতিনের কাছে বিশেষ দরবারও করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন সম্মত হয়েছেন যে তাদের কর্মকর্তা এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে। এমনকী সমস্ত ভারতীয়দের সুরক্ষার বিষয়ে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। যদিও তারপরেও কমছে না উদ্বেগয অন্যদিকে রাশিয়ার উপর ইতিমধ্যেই কড়া নিষেধাজ্ঞা আরোপের পথে হেঁটেছে আমেরিকাও। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গোটা বিশ্বেই শক্তি বৃদ্ধিতে জোর দেবে আমেরিকা। জার্মানিতে আরও ৭ হাজার সেনা মোতায়েন করবে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে সমস্ত ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিতেই বাড়বে সেনার সংখ্যা। আর এখানেই বিশ্ব রাজনীতির ময়দানে আরও বাড়ছে উত্তেজনা।

আরও পড়ুন- আনিস মৃত্যুতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কবে শুরু হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

আরও পড়ুন- নয়া শিক্ষানীতির বাস্তবায়নে ব্যাপক ভাবে সাহায্য করবে এবারের বাজেট, দাবি মোদীর

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের