পুলিশ সদর দফতরে ছুরি নিয়ে হামলা, জখম দুই অফিসার, পাল্টা গুলিতে হত হামলাকারী

  • ফের আক্রান্ত ফ্রান্সের রাজধানী প্যারিস
  • ফরাসী পুলিশের সদর দফতরে ছুরি হাতে হামলা হল
  • এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর জখম দুই অফিসার
  • পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও

 

amartya lahiri | Published : Oct 3, 2019 1:38 PM IST

ফের আক্রান্ত ফ্রান্সের রাজধানী প্যারিস। ফরাসী পুলিশ ইউনিয়ন জানিয়েছে এদিন আচমকাই এক হামলাকারী সদর দফতরে ঢুকে এলোপাথারি ছুরি চালাতে থাকে। সেই আঘাতে গুরুতর জখম হন তাঁদের দুই অফিসার। কিন্তু তারপর পুলিশের পাল্টা গুলিতে সেই হামলাকারীর মৃত্যু হয়।

প্যারিসের বিখ্যাত নটরডাম ক্যাথিড্রাল থেকে ঢিল ছোরা দূরত্বে অবস্থিত পুলিশের সদর দফতর। সেখানেই বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ এই হামলা হয়। জখম দুই পুলিশ অফিসারকেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু কী কারণে ওই হামলাকারী পুলিশ সদর দফতরে আক্রমণ করল তা এখনও জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সে একাই ছিল, নাকি তাঁর সঙ্গে আর কারোর যোগ ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্যারিসের প্রসিকিউটার দুজনেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এর আগে বেশ কয়েকবার আইএস জঙ্গি গোষ্ঠীর অনুপ্রেরণায় লোন উলফদের প্যারিস শহরে হামলা চালাতে দেখা গিয়েছে। এই ঘটনাটিও সেইরকমই কিছু নাকি আততায়ীর পুলিশ বাহিনীর উপর অন্য কোনও ক্ষোভ ছিল তার সন্ধান করা হচ্ছে।

 

Share this article
click me!