এক মনে ল্যাপটপ নিয়ে কাজ করছেন- এই ভিডিও দেখলে চমকে উঠবেন

Published : Jun 01, 2019, 05:24 PM IST
এক মনে ল্যাপটপ নিয়ে কাজ করছেন- এই ভিডিও দেখলে চমকে উঠবেন

সংক্ষিপ্ত

যান্ত্রিক গোলযোগের কারণে মোবাইলে আগুন ধরে যাওয়ার ঘটনা এর আগে প্রকাশ্যে এসেছে কিন্তু এবার ল্যপটপে আগুন ধরে যাওয়ার ঘটনা এই প্রথম বলেই মনে করা হচ্ছে তবে সৌভাগ্যবশত কোনও বড় রকমের দুর্ঘটনা ঘটেনি

অনেক সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে মোবাইলে আগুন ধরে যাওয়ার কথা শোনা গিয়েছে। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে রীতিমতো চমতে উঠবেন আপনি।

হোয়াইট পান্ডা নামে এক ল্যাপটপ ব্যবহারকারী তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এমনই এক ভিডিও যা রীতিমতো চমকে দেওয়ার মতো। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটা অ্যাপেল-এর ম্যাকবুক প্রো থেকে ধোঁয়া বেরোচ্ছে। ল্যাপটপ ও তার সংলগ্ন অংশ আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে। ব্যবহারকারীর কথায়, ল্যাপটপে কাজ করতে করতে আচমকাই তাতে আগুন লেগে যায়। 

 

পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের জন্য অমিতাভ বচ্চন, রণবীর কাপুরের সঙ্গে এগিয়ে এলেন ঐশ্বর্য-ও

এদেশে প্রথমবার গাছেদের জন্য চালু হল অ্যাম্বুলেন্স পরিষেবা

ভোটের পারদ কমতেই, বাড়ল তাপপ্রবাহ, রাজধানী-সহ একাধিক জায়গায় জারি 'রেড অ্যালার্ট'

কিন্তু কীভাবে এবং কেন ম্যাকবুক প্রো আগুন লাগল তা কোনওভাবেই স্পষ্ট নয়। এর আগে অ্যাপেলের বেশ কয়েকটি মডেলে এই সমস্যা দেখা গেলেও ম্যাকবুক প্রো -তে এই ঘটনা প্রথম বলে মনে করা হচ্ছে। ওই ব্যবহারকারী আরও জানান যে, সৌভাগ্যবশত কোনও বিরাট রকমের ক্ষতি হয়নি। তিনিও এও যোগ করেন যে, ভাগ্যিস তিনি বিমানে ভ্রমণ করছিলেন না। তাহলে যে কি হত! 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: মমতা বন্দ্যোপাধ্যায়কে কি SIR ফর্ম ফিলআপ করেনি? সত্যি কথা জানিয়ে দিলেন অমিত
আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা