মহাকাশে মানুষের নগ্ন ছবি, ভিনগ্রহীদের আকর্ষণে অভিনব উদ্যোগ নাসার

বিকন ইন দ্যা গ্যালাক্সি (BITPG) নামে পরিচিত এই প্রকল্প- যা মহাকাশের অন্যান্য সভ্যতার সঙ্গে যোগাযোগ তৈরি করতে চায়। ভিনগ্রহীদের আমন্ত্রণ জানায়। এই প্রকল্পের অধীনেই মহাকাশে নগ্ন মানুষের ছবি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এলিয়ান বা ভিনগ্রহীরা আছে কি নেই - সেটাই এখনও লাখ টাকার প্রশ্ন। কিন্তু হাতে হাত গুটিয়ে বসে থাকতে নারাদ মার্কিন মহাকাশ সংস্থা নাসা। তাই এবার আর ভিনগ্রহীদের পৃথিবীতে আসার অপেক্ষায় না থেকেই মহাকাশেই তাদের সন্ধান শুরু করে দিল। আর তারজন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে নাসা। এবার ভিনগ্রহীদের দৃষ্টি আকর্ষণের জন্য মহাকাশে নগ্ন মানুষের ছবি পাঠিয়েছে এই সংস্থা। 

বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিনগ্রহীদের আমন্ত্রণ জানানোর জন্য একজন নগ্ন মহিলা ও পুরুষের হ্যালো পিক্সেলযুক্তি চিত্র পাঠানোর মাধ্যমে অন্যা গ্রহের প্রাণ রয়েছে কিনা তার প্রমাণ পাওয়া যাবে। গত ১৫০ বছর ধরেই অন্য গ্রহের মানুষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রত্যেকবারই ব্যার্থ হতে হয়েছে নাসার বিজ্ঞানীদের। তাই এবার  এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। 

Latest Videos

বিকন ইন দ্যা গ্যালাক্সি (BITPG) নামে পরিচিত এই প্রকল্প- যা মহাকাশের অন্যান্য সভ্যতার সঙ্গে যোগাযোগ তৈরি করতে চায়। ভিনগ্রহীদের আমন্ত্রণ জানায়। এই প্রকল্পের অধীনেই মহাকাশে নগ্ন মানুষের ছবি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পিক্সেলযুক্ত ছবি ছাড়াও বিজ্ঞানীরা মহাকর্ষ ও ডিএনএ-র চিত্রায়ণও এই প্রকল্পের মধ্য়ে রেখেছেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন একটি বাইনারি কোডেড বার্তা সম্ভবত এলিয়ানরা বুঝতে পারবে। তাই তারা সেটায় সাড়া দেবে। তাতেই পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা যাবে। যদিও বিজ্ঞানীদের অফিসায়াল নথি বলছে, মানুষের পরিপ্রেক্ষিতে গণিতের ধারনাটি এক্সট্রা-টেরিটস্ট্রিয়াল ইন্টেলিজেনস্রে কাছে সম্ভাব্যভাবে খুবই অচেনা। বাইনারি সম্ভবত বুদ্ধিমত্তা জুড়ে সার্বজনীন।

মহাকাশে এই ইলাস্ট্রেশন পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। বাইনারি হল গণিতের সবথেকে সহজ রূপ। এটি শুধুমাত্র দুটি বিপরীত অবস্থার কথা বলে। শূন্য ও এক, হ্যাঁ বা না, সাদা বা কালো, ভরা বা খালি। তারা যোগ করেছেন প্রস্তাবিত বার্তাটিতে যোগাযোগের একটি সার্বজনীন মাধ্যম স্থাপনের জন্য মৌলিক গাণিতিক ও ভৌত ধারনা অন্তর্ভুক্ত রয়েছে। যার পরে পৃথিবীর প্রাণের জৈব রাসায়নিক গঠন পরিচিত গ্লোবুলার ক্লাস্টারের তুলনায় মিল্কিওয়েতে সৌরজগতের সময় স্ট্যাম্পযুক্ত অবস্থানের তথ্য রয়েছে। তবে এর আগেও বিজ্ঞানীরা মহাকাশে মানুষের নগ্ন ছবি তোলার চেষ্টা করেছেন। ১৯৭২ সালে পাইনিয়ার ১০, ১০৭৩ সালে পাইওয়ার ১১ মিশনে নগ্ন মানুষের দৃষ্টান্ত রয়েছে। যা তাদের অ্যান্টেনার সঙ্গে যুক্ত ছিল। সেই ছবিতে কোনও এলিয়েনের জন্য অপেক্ষা করছে এক নগ্ন মানুষ এমনই দেখানোর চেষ্টা করা হয়েছিল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News