Rawalpindi Stadium: পাকিস্তানের অন্দর মহলেই শুরু গৃহযুদ্ধ! রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, বন্ধের মুখে ক্রিকেট

Published : May 08, 2025, 05:18 PM IST

Rawalpindi Stadium: অপারেশন সিঁদুরের পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান। এবার তার আঁচ এসে পড়ল দেশের ক্রিকেটে। এবার কী তাহলে বন্ধের মুখে পাকিস্তান ক্রিকেট! 

PREV
17
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা

‘অপারেশন সিঁদুরের’ ক্ষত দগদগে। তার মধ্যেই সামনে এলো বড় খবর। পাকিস্তানে বন্ধ হতে চলেছে ক্রিকেট! সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ। যারফলে খেলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

27
রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সরছে ক্রিকেট

আইপিএলের ধাঁচে পাকিস্তানেও পিএসএল চলে। বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ড্রোন হামলায় একেবারে ভেঙে পড়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ফলে সেখান থেকে সরছে খেলা।  

37
কোথায় হবে খেলা

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পিএসএলের দুই দল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ ছিল। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৮টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না বলে জানিয়েছে পিসিবি। 

47
কারা করল ড্রোন হামলা

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার পিছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছে একাধিক পাক সংবাদ মাধ্যম। এই পরিস্থিতিতে কারা ড্রোন হামলা করল সেই বিষয়ে কোনও সত্যতা জানা যায়নি। যারফলে ড্রোন হামলা কী ভাবে কোথা থেকে হল, তা-ও এখনও স্পষ্ট নয়। 

57
সরছে সমস্ত পাক ম্য়াচ

ভারত-পাক উত্তেজনার আবহে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সরছে আসন্ন সব ম্য়াচ। পাকিস্তানের অন্য শহরগুলির চেয়ে করাচিকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণরেখার কাছে যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সংঘর্ষ চলছে, করাচি তা থেকে অনেকটা দূরে। ফলে সব ম্য়াচ সরে যাচ্ছে করাচিতে। 

67
চাপ বাড়ছে শাহবাজ সরকারের

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য দেশের অভ্যন্তরে চাপে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবারই এক প্রেস বিবৃতিতে তিনি পাক সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে এখন কোন দিকে গড়ায় ভারত-পাক সংঘাত পরিস্থিতি এখন সেটাই দেখার।

77
পাকিস্তানে শুরু গৃহযুদ্ধ

ভারত-পাক অশান্তির মধ্যেই পাকিস্তানে বাড়ছে গৃহযুদ্ধের উত্তাপ। বালোচিস্তানে জোড়া হামলা। বৃহস্পতিবার পাক সেনা কনভয় ওড়াল বালোচ বিদ্রোহীরা, নিহত ১৪ জওয়ান। যারফলে ঘরে বাইরে একেবারে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের।

Read more Photos on
click me!

Recommended Stories