Pahalgam Terror Attack: জেলে বসে তীব্র নিন্দা, পেহলগাঁও নিয়ে মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের

Published : Apr 30, 2025, 03:36 PM ISTUpdated : Apr 30, 2025, 03:41 PM IST

Pahalgam Terror Attack: পেহলগাঁও হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি, বর্তমান পাক সরকারকে 'বেআইনি' বলে আক্রমণ করেছেন তিনি।

PREV
112

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সদ্য মুখ খুললেন পেহলগাঁও কান্ড নিয়ে।

212

দুঃখজনক ও মর্মান্তিক ভারতের কাশ্মীরের পেহলগাঁও-র বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ইমরান খানের।

412

একইসঙ্গে কঠিন ভাষায় পাকিস্তানে শেহবাজ শরিফের সরকারকে বেআইনি বলেও আক্রমণ করেন।

512

ইমরান খান দাবি করেছেন, ভারতের পেহলগাঁও-তে সন্ত্রাসীদের হামলা দুঃখজনক ও মর্মান্তিক। কিন্তু এর জন্য বর্তমান বেআইনি পাক সরকারের কাছ থেকে কোনওরকম পদক্ষেপ আশা করা বোকামো।

612

পেহলগাঁও হামলা নিয়ে ভারতকেই কাঠগড়ায় তুলেছিলেন ইমরান খান।

712

প্রসঙ্গত, গত মঙ্গলবার ২২ এপ্রিল ছিল সেই ভয়ঙ্কর দিন। যেদিন জঙ্গিদের গুলিতে প্রয়াত হন ২৬ জন পর্যটক। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেছেন যে, জঙ্গিরা ধর্ম জেনে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করে জঙ্গিরা।

812

এই পেহলগাঁও কাণ্ডে লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায়ি বলে অভিযোগ ওঠে। সব মিলিয়ে এখনও চলছে তদন্ত।সেনা সদস্য, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ দল তদন্ত করে চলেছে।

912

জানা গিয়েছে, ঘটনাক অন্তত সপ্তাহ খানেক আগে রেইকি চালিয়েছিল জঙ্গিরা। একাধিক রিসর্টে রেইকি করেছিল জঙ্গিরা। শেষ পর্যন্ত বেছে নিয়েছিল কাশ্মীরের বৈসরন উপত্যকা।

1012

২২ এপ্রিল বৈসরন উপত্যকা দু-তিনটে দলে ভাগ হয়ে ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করে হত্যা করা হয়েছিল। তাতে মৃত্যু হয় ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয়ের।

1112

এবার এই ঘন্টা নিয়ে মন্তব্য করলেন ইমরান খান। তিনি ঘটনার নিন্দা করেন।

1212

সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাশ্মিরের ওই অঞ্চলের শান্তি ও ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

click me!

Recommended Stories