মর্মান্তিক! পাকিস্তানে শিখ যুবককে নগ্ন করে নৃশংসভাবে আক্রমণ! ভাইরাল হল ভিডিও

Published : Apr 14, 2024, 02:19 PM IST
a video circulating on social media depicts the brutal assault of a minority Sikh man in Pakistan

সংক্ষিপ্ত

পাকিস্তানে এক  শিখ ব্যক্তির উপরে নৃশংস হামলার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানে এক  শিখ ব্যক্তির উপরে নৃশংস হামলার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। জানা গিয়েছে ভিডিওতে আক্রান্তকে নগ্ন করে, বেঁধে রেখে লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়েছেন ব়্যাডিক্যাল মেজরিটি গ্রুপের সদস্যরা । হিন্দু ও শিখ উভয় ধর্মাবলম্বীরা একসঙ্গে বৈশাখী সপ্তাহ উদযাপন চলাকালীনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

এই ভয়ঙ্কর ফুটেজটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।

পাকিস্তানে সংঘটিত এই হামলা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্বলতার উপর জোর দেয় এবং তাদের অধিকারের বৃহত্তর সুরক্ষার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী সপ্তাহ চলাকালীন এই জঘন্য ঘটনার কারণে শিখ সম্প্রদায়ের সদস্যরা মানসিক আঘাত এবং অনিরাপদ বোধ করেছেন।

এই ঘটনাটি ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে, অনেকে পাকিস্তানের বিরুদ্ধে এবং দেশটি যেভাবে সংখ্যালঘুদের সাথে আচরণ করে তার তীব্র নিন্দা শুরু করেছে।

 

 

এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, 'ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানে হিন্দু ও শিখ সৌর নববর্ষ বৈশাখীতে এক শিখ ব্যক্তিকে নগ্ন করে মারধর করা হয়েছে। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রয়েছে,"

' আরেকজন লিখেছেন, 'ভারতের সেই রাজনীতিবিদদের লজ্জা যাঁরা ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য সিএএ-র বিরোধিতা করছেন।

PREV
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি