শুক্রবার পাকিস্তান নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ করেছে, ভারত আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পোশোয়ারে একটি সাংবাদিক বৈঠক করেছেন
ভারতের সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারের সম্পর্ক দ্রুত উন্নতি হচ্ছে। পাল্টা পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারত-আফগান সম্পর্কের এই পরিবর্তনে উদ্বেগ বাড়ছে পাকিস্তানের। সম্প্রতি আফগান বিদেশমন্ত্রী ভারত সফর করেছেন। তাতেই বিপাকে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের তীব্র সমালোচনা করছেন। কুৎসা ছড়াচ্ছে।
পাকিস্তানের অভিযোগ
শুক্রবার পাকিস্তান নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ করেছে, ভারত আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পোশোয়ারে একটি সাংবাদিক বৈঠক করেছেন । সেখানেই তিনি পাকিস্থানের বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারণ এই এলাকা আফগানিস্তান লাগোয়া। এই এলাকায় প্রায়ই হামলা চালানোর অভিযোগ ওঠে তালিবানদের বিরুদ্ধে। পাকিস্তানের অভিযোগ, ভারতীয় প্রক্সিরা পাকিস্তানকে লক্ষ্য করে আফগান ভূখণ্ড থেকে কাজ করছে। তিনি আরও বলেন, ইসলামাবাদ কাবুলের এজাতীয় কার্যকলাপ বরদাস্ত করবে না। তারা দ্রুত প্রমাণ পেশ করছে। তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে তেহরিক -ই- তালিবান পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের জোরালো প্রমাণ হাতের হাতে রয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের থেকে নিরাপত্তা ভিক্ষে করার পরিবর্তে খাইবার পাখতুনখোয়া সরকারের উচিৎ নাগরিকদের নিরাপত্তা জোরদার করা।
পাকিস্তানের অভিযোগ ভারত আফগানিস্তানের মাধ্যমে টিটিপিকে সহযোগিতা করছে। পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, টিটিপি তালিবানদের সহযোগিতা পাচ্ছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের বাইরের শক্তি পাকিস্তানকে ইন্ধন দিচ্চে। এটি গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন তিনি।
২০২১ সালে তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছিল। যদিও ভারত আফগানিস্তানে তালিবানি শাসনকে স্বীকৃতি দেয়নি। কিন্তু মুত্তাকির ভারত সফরের মাধ্যমে ভারত-আফগানিস্তান শীর্ষ পর্যায়ের প্রথম কথা হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন পাকিস্তান।


