Pakistan Clash News: গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত ইসলামাবাদ। রণক্ষেত্র পাকিস্তানের রাস্তা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Pakistan Clash News: ফের চরম বিশৃঙ্খল পরিস্থিতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে (Islamabad)। পাক নিরাপত্তা বাহিনীর তরফে রাজধানীমুখী প্রধান সড়কগুলোতে শিপিং কন্টেইনার দিয়ে ব্যারিকেড (Barricade) তৈরি করেছে এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত (Suspended) করা হয়েছে। যাতে বিদ্রোহের আগুন দেশের অভ্যান্তরে ছড়িয়ে পড়তে না পারে।
কী কারণে এই গণ আন্দোলন?
বৃহস্পতিবার, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (Tehreek-e-Labbaik Pakistan বা TLP) নামক চরম ডানপন্থী গোষ্ঠীর লক্ষ লক্ষ সদস্য গাজায় গণহত্যার (Gaza killings) প্রতিবাদে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের (US Embassy) দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কর্মীরা লাহোরে সেই মিছিল আটকে দিলে টিএলপি কর্মীদের সঙ্গে তাদের হিংসাত্মক সংঘর্ষ (Violent clashes) হয়। এই সংঘর্ষে বহু মানুষ আহত হন এবং দুইজন প্রতিবাদকারী নিহত হন বলে জানা গিয়েছে।
ইসলামাবাদের উপকণ্ঠে আমেরিকান দূতাবাসের দিকে লক্ষাধিক বিক্ষোভকারী অবস্থান করায় এবং টিএলপি (TLP) তাদের "ফাইনাল কল" (Final Call) মার্চের ঘোষণা করায় শহরে বড় ধরনের ধরপাকড়ের (crackdown) পর উত্তেজনা বেড়েছে। এর প্রেক্ষিতে, ইসলামাবাদের 'রেড জোন'কে (Red Zone) দুর্গের (fortress) রূপ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে একাধিক হোটেল খালি করে দেওয়া হয়েছে।
হিংসাত্মক সংঘর্ষের জেরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাহোরে এই সংঘর্ষ চলার সময় টিএলপি (তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান) দাবি করে যে তাদের অন্তত দুইজন সদস্য নিহত হয়েছেন। তবে, করাচি-ভিত্তিক সংবাদপত্র ডন-এর সূত্র অনুযায়ী, পুলিশের মতে শুধুমাত্র একজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে বিক্ষোভের জেরে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা পরামর্শ জারি করেছে ইসলামাবাদ দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসলামাবাদ, লাহোর, করাচি এবং পেশোয়ারের আমেরিকান কনস্যুলেটগুলির সঙ্গে একত্রে তাদের নাগরিকদের জন্য একটি নিরাপত্তা পরামর্শ জারি করেছে। পাকিস্তানে চলমান বিক্ষোভের কারণে নাগরিকদের "বড় জমায়েত এড়িয়ে চলতে" এবং "নিজেদের পারিপার্শ্বিকতা সম্পর্কে অবগত থাকতে" সতর্ক করা হয়েছে।
পাকিস্তানে বর্তমানে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে, যার জেরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই মার্কিন কর্তৃপক্ষ তাদের নাগরিকদের সুরক্ষার জন্য এই সতর্কতা জারি করেছে। মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলতে এবং যেকোনো সম্ভাব্য বিপদ এড়াতে ভিড় এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলি তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দিয়েছে:-
বড় জমায়েত এড়িয়ে চলুন: যে কোনও ধরনের গণ-সমাবেশ বা বিক্ষোভের স্থান থেকে দূরে থাকুন।
পারিপার্শ্বিকতা সম্পর্কে অবগত থাকুন: সর্বদা আপনার চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন।
স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন: স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


