Asim Munir Donald Trump: ভারত-পাক সংঘাত থেমেছে। কিন্তু ওদিকে আবার শুরু হয়ে গেছে ইজরায়েল-ইরান যুদ্ধ। তারই মাঝে বেশ তাৎপর্যপূর্ণভাবেই ট্রাম্পের সঙ্গে এক লাঞ্চ টেবিলে বসতে চলেছেন আসিম মুনির।
পাকিস্তানের সেনা প্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেখা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে, হোয়াইট হাউজে লাঞ্চের জন্য বুধবার, আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং ট্রাম্প নিজেই।
প্রসঙ্গত, আসিম মুনির যে আমেরিকা যাবেন, সেই খবর অনেক আগেই পাওয়া গেছিল। তবে আমেরিকা কিন্তু সরাসরি সেই দাবি আবার অস্বীকারও করে নেয়। তারা জানায়, পাকিস্তানি সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠকের কোনওরকম পরিকল্পনা তাদের নেই। আর এমন কোনও আমন্ত্রণও পাঠানো হয়নি হোয়াইট হাউজের তরফ থেকে।
আমেরিকা অবশ্য আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের খবর চেপে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তা আদতে চাপা থাকেনি। জানা গেছে, ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ক্যাবিনেট রুমে বসে সেই ভোজন হবে। সেখানে নাকি কারোর ঢোকার অনুমতিই নেই। কী এমন আলোচনা হবে সেখানে?
সেই মধ্যাহ্নভোজের পর, মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে আসিম মুনিরের। উল্লেখ্য, রবিবারই ৫ দিনের সফরে ওয়াশিংটনে গিয়ে পৌঁছেছেন আসিম মুনির।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি দাবি করছে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই আসিম মুনির আমেরিকা সফরে গেছেন। প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের সময় মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই দাবি পত্রপাট খারিজ করে দিয়েছেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিষয়ে কোনওরকম মধ্যস্থতার দরকার নেই।
একদিকে যেখানে ভারত, আমেরিকাকে এই বিষয়ে নাক গলানোর বিষয়ে সতর্ক করেছে, ঠিক সেখানেই পাকিস্তান সেনা প্রধানের মার্কিন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।