Published : Jun 08, 2025, 06:30 PM ISTUpdated : Jun 09, 2025, 09:53 PM IST
Pakistan-China relations: পাকিস্তানের গাধার ওপর এবার নজর পড়েছে চিনের। যার কারণে সমস্যায় পড়েছে সমস্যায় পড়ছে পাকিস্তানের পশুপালকরা। বর্তমানে পাকিস্তানে গাধার ৩০ হাজার পাকিস্তানি টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষের বেশি টাকা।
সংবাদ সংস্থা অনুযায়ী পাকিস্তানে গাধার দাম বাড়ছে। কয়েক বছর আগে একটি হিষ্টপুষ্ট গাধার দাম ৩০ হাজার টাকা ছিল। কিন্তু এখন সেই দাম পৌঁছে গেছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। পাকিস্তানি মুদ্রায় দাম।
510
দাম বৃদ্ধি
পাকিস্তানে একটি গাধার দাম বৃদ্ধি পেয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকা।
610
দাম বৃদ্ধির কারণ
পাকিস্তানি গাধর দাম বৃদ্ধির কারণ কিন্তু চিন। চিন ওষুধ তৈরির জন্য পাকিস্তানি চাইছে। আর পাকিস্তান দেদার সেই গাধার সরবরাহ করছে।
710
গাধা মহার্ঘ
গাধার এই চাহিদার জন্যই পাকিস্তানে বর্তমানে গাধা মহার্ঘ। গাধার যোগান রয়েছে। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। আর সেই কারণে হুহু করে দাম বাড়ছে গাধার।
810
গাধায় চিনা ওষুধ
চিনে একাধিক ওষুধ তৈরি হয় তাতে প্রয়োজন হয় গাধার চামড়া। আর সেই কারণেই পাকিস্তান থেকে গাধা আমদানি করে।
910
চিনা ওষুধ ইজিআও
চিনে ইজিওয়া ওষুধ তৈরির ব্যবসা গত কয়েক বছর খুব বেড়েছে। এটি ক্লান্তিনাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ওষুধের চাহিদাও বেড়েছে।
1010
পাকিস্তান সরকার নীরব
পাকিস্তান সরকার গাধার ওই মূল্যবৃদ্ধি নিয়ে নীরব। কিন্তু রীতিমত ক্ষতি হচ্ছে চাষের কাজের। তবে গাধার অভাব যাতে না হয় তারজন্য একটি আলাদা পশুখামার তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে শুধু গাধাই থাকবে।