Pakistan-China: এবার পাকিস্তানি গাধার ওপর নজর চিনের! লক্ষ লক্ষ টাকা দিয়ে গাধা কিনছে বেজিং

Published : Jun 08, 2025, 06:30 PM ISTUpdated : Jun 09, 2025, 09:53 PM IST

Pakistan-China relations: পাকিস্তানের গাধার ওপর এবার নজর পড়েছে চিনের। যার কারণে সমস্যায় পড়েছে সমস্যায় পড়ছে পাকিস্তানের পশুপালকরা। বর্তমানে পাকিস্তানে গাধার ৩০ হাজার পাকিস্তানি টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষের বেশি টাকা।

PREV
110
পাকিস্তানি গাধায় চিনের নজর

পাকিস্তানের গাধার ওপর এবার নজর পড়েছে চিনের। যার কারণে সমস্যায় পড়েছে সমস্যায় পড়ছে পাকিস্তানের পশুপালকরা।

210
গাধার আকাল পড়তে শুরু করেছে

চিনের চাহিদা অনুযায়ী গাধার সরবরাহের কারণে দামও বাড়ছে। পাশাপাশি আকাল দেখা দিয়েছে গাধার।

310
তৃতীয় স্থানে পাকিস্তান

গাধার সংখ্যার নিরিখে পাকিস্তান গোটা বিশ্বে তৃতীয় স্থান। প্রথম দুইয়ে রয়েছে ইথিওপিয়া ও সুদান।

410
পাকিস্তানে গাধার দাম

সংবাদ সংস্থা অনুযায়ী পাকিস্তানে গাধার দাম বাড়ছে। কয়েক বছর আগে একটি হিষ্টপুষ্ট গাধার দাম ৩০ হাজার টাকা ছিল। কিন্তু এখন সেই দাম পৌঁছে গেছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। পাকিস্তানি মুদ্রায় দাম।

510
দাম বৃদ্ধি

পাকিস্তানে একটি গাধার দাম বৃদ্ধি পেয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকা।

610
দাম বৃদ্ধির কারণ

পাকিস্তানি গাধর দাম বৃদ্ধির কারণ কিন্তু চিন। চিন ওষুধ তৈরির জন্য পাকিস্তানি চাইছে। আর পাকিস্তান দেদার সেই গাধার সরবরাহ করছে।

710
গাধা মহার্ঘ

গাধার এই চাহিদার জন্যই পাকিস্তানে বর্তমানে গাধা মহার্ঘ। গাধার যোগান রয়েছে। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। আর সেই কারণে হুহু করে দাম বাড়ছে গাধার।

810
গাধায় চিনা ওষুধ

চিনে একাধিক ওষুধ তৈরি হয় তাতে প্রয়োজন হয় গাধার চামড়া। আর সেই কারণেই পাকিস্তান থেকে গাধা আমদানি করে।

910
চিনা ওষুধ ইজিআও

চিনে ইজিওয়া ওষুধ তৈরির ব্যবসা গত কয়েক বছর খুব বেড়েছে। এটি ক্লান্তিনাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ওষুধের চাহিদাও বেড়েছে।

1010
পাকিস্তান সরকার নীরব

পাকিস্তান সরকার গাধার ওই মূল্যবৃদ্ধি নিয়ে নীরব। কিন্তু রীতিমত ক্ষতি হচ্ছে চাষের কাজের। তবে গাধার অভাব যাতে না হয় তারজন্য একটি আলাদা পশুখামার তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে শুধু গাধাই থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories