- Home
- West Bengal
- West Bengal News
- DA App: মহার্ঘ ভাতা দিতে নবান্নর নতুন অ্যাপ, ডিএ অ্যাপেই সরকারি কর্মীরা জানতে পারবে টাকার অঙ্ক
DA App: মহার্ঘ ভাতা দিতে নবান্নর নতুন অ্যাপ, ডিএ অ্যাপেই সরকারি কর্মীরা জানতে পারবে টাকার অঙ্ক
DA App West Bengal:সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
কর্মী সংখ্যা তলব
ইতিমধ্যেই নবান্ন থেকে অর্থ দফতর কোন দফতরে কত সংখ্যক কর্মী ডিএ বা মহার্ঘ ভাতা পাবে - জানতে চেয়েছে। সমস্ত দফতরে এই মর্মে পৌঁছে গেছে নির্দেশ।
বকেয়া ২৫% ডিএ
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টও রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার বলেছিল সব টাকা একসঙ্গে মেটাতে পারবে না। তাই সুপ্রিম কোর্ট বকেয়া ২৫% ডিএ দিতে নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে এবার রীতিমত তৎপর। নিয়েছে একাধিক ব্যবস্থা।
অ্যাপ আনছে রাজ্য
এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। সেই অ্যাপের মাধ্যমে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ধার্য করবে।
অ্যাপটির কাজ
নবান্ন সূত্রের খবর, অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর চাকরির সময়কাল, পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাঁদের মোট বকেয়া ডিএ-র পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে।
স্বচ্ছতা
অ্য়াপের মাধ্য়মে হিসেব হওয়া পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে।
দ্রুত গণনা
প্রযুক্তির ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর সংখ্যা দ্রুত হিসেব করা যাবে।
নির্ভুলতা
প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচই করা হবে। তাই ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। দ্রুত হিসেব করার। আগামী কয়েক দিনের মধ্যেই হিসেব নিকেশ করতেই এই অ্য়াপটি সাহায্য করবে।
টাকা দেওয়ার সময়
সুপ্রিম কোর্টের নির্দেশ হল মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আর ৬ সপ্তাহ শেষ হবে আগামী ২৭ জুন। তাই রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা আগামী ২৭ জুনের মধ্যেই ডিএ হাতে পাবেন।
ডিএর টাকা
রাজ্য সরকরি কর্মীদের হিসেবে অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ করে যদি ডিএ সরকার দেয় তাহলে একেকজন সরকারি কর্মী ৫০ হাজার টাকার বেশি ডিএ পাবেন। সরকারি আধিকারিকদের টাকা ১ লক্ষ টাকার বেশি হতে পারে।

