'বিবাহিত পুরুষকে বিয়ে করো, না হলে বাজারের মেয়ে হয়ে যাবে,' পাকিস্তানে পরামর্শ জাকির নায়েকের

Published : Oct 08, 2024, 11:55 AM ISTUpdated : Oct 08, 2024, 12:47 PM IST
Zakir Naik New

সংক্ষিপ্ত

বিতর্কিত মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েক ভারত থেকে পালিয়ে গিয়ে গত কয়েক বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। এখন তিনি পাকিস্তান সফরে গিয়েছেন।

পাকিস্তান সফরে গিয়ে অবিবাহিত মেয়েদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন বিতর্কিত মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েক। তাঁর দাবি, 'অবিবাহিত মহিলাদের কোনওভাবেই সম্মান জানানো যায় না। ফলে তাঁদের কাছে দু'টি পথ খোলা আছে। প্রথম পথ হল, ইতিমধ্যেই স্ত্রী আছে এমন একজন পুরুষকে বিয়ে করা। না হলে বাজারের মেয়ে হয়ে যেতে হবে। তখন অবিবাহিত মহিলা জনতার সম্পত্তি হয়ে যাবেন। আমার কাছে এর চেয়ে ভালো শব্দ নেই। আমি যদি অবিবাহিত মহিলাদের অবস্থা তুলে ধরি, তাহলে যে কোনও সম্মাননীয় মহিলা প্রথম পথ বেছে নেবেন।'

সোশ্যাল মিডিয়ায় নিন্দা

অবিহবাহিত মহিলাদের সম্পর্কে জাকিরের এই মন্তব্যের তীব্র নিন্দা করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই এই ধর্মপ্রচারককে নারীবিদ্বেষী, মহিলাদের অধিকারের বিরোধী বলে অভিহিত করেছেন। পাকিস্তানের অনেকে আবার তাঁদের দেশে এই ধরনের মানসিকতার লোককে প্রচারের সুযোগ দেওয়ার বিরোধিতা করছেন। 'এক্স' প্ল্যাটফর্মে একজন লিখেছেন, ‘জাকির নায়েক বলছেন, একজন মহিলাকে বিয়ে করতেই হবে। সম্মান পাওয়ার জন্য কারও দ্বিতীয় স্ত্রী হলেও চলবে। কারণ, একজন মহিলার যোগ্যতা বিচার করা হয় তিনি বিবাহিত না অবিবাহিত সেটা দেখে। এরকম একজন মানসিকতাসম্পন্ন ব্যক্তিকে প্রচারের সুযোগ দেওয়ার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানাই।’ অন্য একজন লিখেছেন, ‘অসুস্থ মানসিকতাসম্পন্ন নারীবিদ্বেষী জাকির নায়েক। পাকিস্তানের অবস্থা ফের প্রকাশ্যে চলে এল।’

 

 

ভারত থেকে বিতাড়িত জাকির

ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ঘৃণাসূচক ভাষণের অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। তাঁর সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু হয়। এরপরেই ভারত থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এই বিতর্কিত ধর্মপ্রচারক। তাঁর পক্ষে আর ভারতে ফেরা সম্ভব নয়। এদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Zakir Naik: 'হিন্দুদের ধর্মান্তরিত করার জন্য জাকির নায়েকের ভারতের সম্রাট হওয়া উচিত,' দাবি পাক মৌলবীর

'ভ্যাকুয়াম ক্লিনার'এও ময়লা যাবে না', গান্ধীদের সঙ্গে জাকির নায়েকের গোপন লেনদেন ফাঁস

অ্যাথলিট না জঙ্গি? প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানি লস্কর ঘনিষ্ঠ!

PREV
click me!

Recommended Stories

মহিলা সাংবাদিকের প্রশ্নে চোখ মারলেন পাক সেনা মুখপাত্র! হু হু করে ভাইরাল হল ভিডিও
পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার