পাক-আফগান হামলা থেকে ভূমিকম্প! বিপত্তি যেন কিছুতেই কাটছে না শাহবাজের দেশে। এবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৭। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
25
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ?
সূত্রের খবর, এর আগে শনিবার ও রবিবার পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। এরপর ফের সোমবার সকাল ১১টা ১২ মিনিটে কেঁপে ওঠে পাকিস্তান। এই নিয়ে পর পর তিন দিন ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে সেদেশে। সোমবারের ভূমিকম্পের অবস্থান ছিল ৩০.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৪১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। আফগানিস্তান সীমান্ত থেকে এটি বেশ কাছে।
35
বিপজ্জনক ভূমিকম্প?
জানা গিয়েছে, এমন অগভীর ভূমিকম্প বেশি বিপজ্জনক। কারণ, মাটির নিচে কম গভীরতায় ভূমিকম্প হলে সেক্ষেত্রে শকওয়েভের(কম্পন তরঙ্গ) যাত্রাপথও কম হয়। ফলে আরও তীব্র কম্পন অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়ে।
পাকিস্তান এমনিতেই ভূমিকম্পপ্রবণ। দেশ মাঝ বরাবর একাধিক অ্যাকটিভ ফল্ট লাইন রয়েছে। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান প্রদেশ ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ সীমানায় অবস্থান করছে। অন্যদিকে ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে রয়েছে সিন্ধ ও পঞ্জাব প্রদেশ।
55
আফটার শক
পরপর তিন দিনের ভূমিকম্পের কারণে নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে পাক প্রশাসন। যদিও সোমবারের ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। যদিও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার।