গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ

Published : Aug 03, 2025, 07:42 AM IST

Pakistan Earthquake: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। গভীর রাতে ভূমিকম্প আতঙ্ক ইসলামাবাদে। রিখটার স্কেলে কত ভূমিকম্পের তীব্রতা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
পাকিস্তানে ভূমিকম্প

রাশিয়ার পর এবার পাকিস্তান। রবিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রাত ১২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৩.৩৬ উত্তর অক্ষাংশ এবং ৭৩.২৩ পূর্ব দ্রাঘিমাংশে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

25
কোথায় আঘাত হানল ভূমিকম্প?

সূত্রের খবর রবিবার পাকিস্তানে ৫.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব এবং ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে, এবং অত রাতে ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘরছেড়ে বেরিয়ে  আসেন তারা। 

35
পাকিস্তানে ভূমিকম্প আতঙ্ক!

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে শাহবাজের দেশ কেঁপে ওঠে ভূমিকম্পে। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা কম হওয়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

45
ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল?

জানা গিয়েছে, ভূমিকম্পটি প্রথমে অনুভূত হয় ভূপৃষ্ঠের ১০২ কিলোমিটার গভীরে হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান অংশে। সেটাই ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (NSMC) এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এলাকায় রাত ২টো ৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা কম হওয়ায় এড়ানো গিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। 

55
ভূমিকম্পপ্রবণ দেশ পাকিস্তান!

ভূবিজ্ঞানীদের মতে, ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এই টেকটোনিক সীমানা অঞ্চলটিকে ঘন ঘন ভূমিকম্পে কবলে ফেলছে। 

Read more Photos on
click me!

Recommended Stories