Imran Khan: ৩টি কেন্দ্র থেকেই নির্বাচনে লড়াই করবেন ইমরান খান, জেলবন্দি নেতাদের টিকিটে অগ্রাধিকার

Published : Dec 20, 2023, 11:52 PM ISTUpdated : Dec 25, 2023, 09:55 PM IST
imran khan

সংক্ষিপ্ত

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া কোনও ব্যক্তি পাকিস্তানের নির্বাচনে লড়াই করতে পারে না। পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয় 

জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করবেন। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছেন তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ৭১ বছরের ইমরান খানে হত ৫ অগাস্ট ইসলামাবাদের আদালত তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া কোনও ব্যক্তি পাকিস্তানের নির্বাচনে লড়াই করতে পারে না। পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়। তাই নির্বাচন কমিশনও ইমরানকে অযোগ্য ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার কয়েক দিন পরেই ইসলামাবাদ হাইকোর্ট তার সাজা তিন বছর স্থগিত করেছে। তবে অন্যান্য কয়েকটি মামলাতেও তাঁর কারাদণ্ডের সাজা রয়েছে।

যাইহোক আদিয়ালা কারাগারের বাইরে গণমাম্যকে ব্যারিস্টার আলি জাফর বলেন, ইমরান খান দেশের মানুষকে জানাতে চান যে তিনি পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হবেন। দেশের তিনটি নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও বলেন, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর রায় দিতে চলছে আদালত। তিনি আরও বলেছেন, ইমরান পাকিস্তানের পিটিআই দলের কর্মী ও নেচাদের মনোনয়পত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, দলের যেসব নেতা ও কর্মীরা জেলে রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরই টিকিট দেওয়া হবে। ইতিমধ্যেই অধিকাংশ ক্ষেত্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। খুহ দ্রুত নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেছেন দলীয় কর্মীদের মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রাখা একটি "অগণতান্ত্রিক অনুশীলন" এবং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বিপন্ন করবে।

পিটিআই সূত্রের খবর দলের অধিকাংশ নেতাই চাইছে আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন হলে তার দল জিতবে বলেও দাবি করেছেন দলের চেয়ারম্যান গোহর খান।imra

PREV
click me!

Recommended Stories

ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল