পাকিস্তানে পালা বদল? ইমরান খানের অনুগামীদের বিক্ষোভে রক্তাক্ত ইসলামাবাদ

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে সোমবার থেকেই সরব হয়েছে।

 

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইমরান সমর্থকগের ও পকিস্তানের আধাসামরিক বাহিনীর সংঘর্ষ। ইতিমধ্যেই চার আধাসামরিক বাহিনীর জওয়ান ও দুই পুলিশ কর্মী সহ ছয় জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছে। যদিও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে বন্দি রয়েছেন।

ইসলামাবাদের জেলে বন্দি রয়েছেন ইমরান খান। জেলে বসেই তিনি রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করছেন। ইমরানের সমর্থকরা তাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে সরব হয়েছে। ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেছে। ইমরানের স্ত্রী বুশরা বিবি নেতৃত্ব দিচ্ছেন এই হিংসাত্মক আন্দোলনের। এই পরিস্থিতিতে গোটা পরিস্থিতিতি পাকিস্তান প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসনও মঙ্গলবার দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদে সোনা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

Latest Videos

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে সোমবার থেকেই সরব হয়েছে। সোমবার দলের একটি বড় অংশ ইসলামাবাদে প্রবেশ করেছে। তবে শুধু ইসলামাবাদ নয়, গোটা দেশেই সরব হচ্ছে ইমরানের সমর্থকরা। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার বিক্ষোভ দমনের চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত গোটা পরিস্থিতি সরকারের হাতের বাইরে রয়েছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে। যদিও তিমি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। ইমরানের দলের প্রথম সারির কোনও নেতা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে দীর্ঘ মেয়াদী আন্দোলনের পরিকল্পনা নিয়ে যে ইমরানের সমর্থকরা পথে নেমেছে তা আর বলার অপেক্ষা রাখে না!  সূত্রের খবর দেশের সাধরণ মানুষের একাংশ  চাইছে ইমরান আবার ক্ষমতায় ফিরে আসুক। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |