PoK: অবশেষে পাকিস্তান থেকে হাতছাড়া হচ্ছে কাশ্মীর! POK- বাসিন্দাদের ভারতীয় হওয়ার জোড়ালো দাবী ঝড় তুলছে ইসলামাবাদে

পাক অধিকৃত কাশ্মীমের (POK)-র এই বাসিন্দাদের দাবী পাকিস্তানে তাদের জীবন নরকের মতো। এমন পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সঙ্গে জুড়তে চাইছে তারা। সেখানে ভারতীয় হওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

 

ভারত ও পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেলেও ভারত উন্নতির পথে এগিয়ে গেলেও সন্ত্রাস, সহিংসতা ও দারিদ্রের কারণে পাকিস্তান এখনও পিছিয়ে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বেআইনিভাবে দখল করা কাশ্মীরের-এর মানুষ ভারতের সঙ্গে মিলিত হতে চায়। পাক অধিকৃত কাশ্মীমের (POK)-র এই বাসিন্দাদের দাবী পাকিস্তানে তাদের জীবন নরকের মতো। এমন পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সঙ্গে জুড়তে চাইছে তারা। সেখানে ভারতীয় হওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

কতদিন আমরা পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা এবং পিওকে-র জনগণের দুর্ভোগ সহ্য করব?

Latest Videos

পাকিস্তানি সেনাবাহিনীর থেকে আসা নান হুমকি তাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। প্রতিদিন পিওকে থেকে শত শত মানুষ জিজ্ঞাসা করে কতদিন তাদের পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা সহ্য করতে হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, পিআইকে-এর লোকেরা বলে যে তারা আনুষ্ঠানিকভাবে ভারতের বাসিন্দা এবং ভারতীয় সরকারকে এই বিষয়ে দ্রুত সমাধান করার অনুরোধ জানিয়েছে।

'পিওকেতে সন্ত্রাস ছড়াচ্ছে পাক সেনা'

পাকিস্তানি শাসকরা পিওকেকে আজাদ কাশ্মীর বলে, কিন্তু এখানকার মানুষের অবস্থা দাসদের চেয়েও খারাপ। কয়েক দশক ধরে, স্বাধীনতার নামে, পাকিস্তানি সেনারা PoK-তে নিপীড়ন চালিয়ে আসছে এবং কাশ্মীরে সন্ত্রাস ছড়িয়েছে। এখন মানুষ বুঝতে শুরু করেছে যে, যে দেশ নিজেই অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে বসে আছে সে তাদের জন্য কী উপকার করতে পারে। এমতাবস্থায় কাশ্মীরে ধর্মের নামে যে বিষবাষ্প ছড়ানো হয়েছিল তার প্রভাবও কমতে শুরু করেছে।

'পিওকে দখল করেছে পাক সেনা ও সরকার'

পিওকে-র বাসিন্দাদের মতে, সেখানকার সমস্ত সম্পদ পাকিস্তানি সেনা ও সরকারের নিয়ন্ত্রণে। দুবেলা খাবার পেতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পাকিস্তানি নাগরিক বলেন, পাকিস্তানি শাসকরা পিওকেকে আজাদ কাশ্মীর বলে, কিন্তু এখানকার মানুষের অবস্থা দাসদের থেকেও খারাপ। কয়েক দশক ধরে পাকিস্তানি সেনারা স্বাধীনতার নামে পিওকেতে নিপীড়ন চালিয়ে আসছে।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today