
পাকিস্তানের বালোচিস্তানে আবার নিশানায় জাফর এক্সপ্রেস। রবিবার নাসিরাবাদের কাছে ফের হামলা চালানো হয় জাফর এক্সপ্রেসে। যাত্রিবাহী ট্রেনটিকে লক্ষ্য করে পর পর রকেট দেগে হামলা চালানো হয়। বিস্ফোরক দিয়ে উড়িে দেওয়া হয় রেললাইন।
পকিস্তান সূত্রে খবর, কোয়েটা প্রদেশ থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি। নাসিরাবাদের শহিদ আব্দুল আজিজ বুল্লো এলাকা দিয়ে ট্রেনটি যাওয়ার পরই রেললাইনে বিস্ফোরণ হয়। পুলিশ মনে করেছে ঠিক সময় বিস্ফোরণ না হওয়ায় ট্রেনটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু, তার পরেও ট্রেনটিকে লক্ষ্য করে হামলাকারীরা পর পর চারটে রকেট ছোড়ে। সেই নিশানাও লক্ষ্যভ্রষ্ট হয়। দুবার হামলা থেকে রক্ষা পায় জাফর এক্সপ্রেস।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় হামলাকারীরা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশি চালায়। তবে, খোঁজ মেলেনি হামলাকারীদের। হামলাকারীরা জাফর এক্সপ্রেসকে নিশানা করেছিল। কিন্তু, সেই নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় বলে অনুমান। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রিবাহী ট্রেনটি। হামলায় কেউ হতাহত হননি।
রেল আধিকারিকের জানিয়েছে, রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোয়েটার সঙ্গে দেশের অন্য প্রান্তের রেল যাতায়াত বন্ধ রাখা হয়েছে। যদিও নিরাপদেই জেকোবাবাদে পৌঁছয় ট্রেনটি। সেখান থেকে পেশোয়ারের উদ্দেশেও রওনা দেয় সেটি। রেলকর্তারা জানিয়েছে, চারদিন এইট্রেন বন্ধ থাকার পর রবিবার আবার চলাচল শুরু করে। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই ট্রেনটিকে চার দিন বন্ধ রাখা হয়েছিল। তারপর রবিবার আবার যাত্রা শুরু করে। পাক পুলিশ সূত্রে খবর, আপাতত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠনই।