দিল্লি বিস্ফোরণ: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা, নোটাম জারি, সেনাবাহিনীকে সতর্ক করল পাকিস্তান

Published : Nov 11, 2025, 11:09 AM ISTUpdated : Nov 11, 2025, 11:22 AM IST
Delhi Red Fort blast

সংক্ষিপ্ত

Delhi Blast Updates: দিল্লিতে সোমবার সন্ধেবেলা ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে সরাসরি পাকিস্তান (Pakistan) জড়িত কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে পাকিস্তানের প্রতিক্রিয়া সন্দেহ বাড়িয়ে দিচ্ছে।

DID YOU KNOW ?
দেশজুড়ে সতর্কতা জারি
দিল্লিতে বিস্ফোরণের পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Delhi Red Fort Metro Blast: দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পরেই নোটাম (NOTAM) জারি করেছে পাকিস্তান (Pakistan)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারত যেখানে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চালিয়েছিল, এবারও সেরকম কিছু হতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। এই কারণেই আকাশপথে ভারতের প্রত্যাঘাত সামলানোর জন্য মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা জারি করেছে পাকিস্তান। তারা আকাশপথে বিধিনিষেধ জারি করেছে। একইসঙ্গে সীমান্তেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারতে ঘটে যাওয়া যে কোনও জঙ্গি হামলা বা বিস্ফোরণের ক্ষেত্রেই পাকিস্তানের যোগ থাকার সন্দেহ তৈরি হয়। দিল্লিতে সোমবারের বিস্ফোরণের ক্ষেত্রেও সেই সন্দেহ তৈরি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের আচরণ সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। ফের সীমান্তে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কারণেই পাকিস্তানের সেনাবাহিনীর তৎপরতা বেড়ে গিয়েছে। পাকিস্তানের সব বায়ুসেনা ঘাঁটিতে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। সেনাবাহিনীর সব বিভাগের জন্যই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

ফের সীমান্তে সংঘর্ষ?

পাকিস্তানের পদাতিক বাহিনী, নৌবাহিনী, বায়ুসেনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে সংঘর্ষ, বালোচিস্তানে (Balochistan) স্বাধীনতাকামীদের সশস্ত্র বিদ্রোহ নিয়ে যথেষ্ট চাপে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী (Pakistani defense forces)। এরই মধ্যে ফের ভারতের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে পাক সেনার উপর চাপ বেড়ে গিয়েছে। পাকিস্তানের সেন্ট্রাল কমান্ড সব বিভাগকেই ২৪ ঘণ্টা নজরদারি চালানো এবং যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে। আকাশপথে আক্রমণ ঠেকানোর জন্য যে পরিকাঠামো রয়েছে, তা সক্রিয় করেছে পাক বায়ুসেনা। যুদ্ধবিমানগুলিকেও তৈরি রাখা হয়েছে। ভারত-পাক সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। ভারতের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই আতঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান

প্রত্যাঘাত করবে ভারত?

পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত থাকা বা এই বিস্ফোরণে সাহায্য করার প্রমাণ পাওয়া গেলে প্রত্যাঘাত করতে পারে ভারত। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই এই দাবি উঠছে। তবে প্রত্যাঘাত হবে কি না বা হলে কবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু।
সোমবার সন্ধেবেলা দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত