সাতসকালে পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার সদস্য! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দৃশ্য, দেখুন ভিডিও

Published : Nov 15, 2023, 10:29 AM ISTUpdated : Nov 15, 2023, 11:10 AM IST
Md Muzamil Killed

সংক্ষিপ্ত

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও-এ দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গুলি করে খুন করছেন কয়েকহজন দুষ্কৃতি

দিনে দুপুরে গুলি করে খুন। পাকিস্তানের পাসরুর তহসিলের কাছে খোখরান চকে দেখা গেল এমনই দৃশ্য। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও-এ দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গুলি করে খুন করছেন কয়েকহজন দুষ্কৃতি (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। সূত্র মারফত জানা যাচ্ছে নিহত ব্যক্তিদের দু'জনেই লস্কর-ই-তৈবার সদস্য। এদের মধ্যে একজন মহম্মদ মুজামিল এবং অপরজন তার সহোযোগী নাঈমুর রহমান। তবে ঠিক কারা এবং কী কারণে এই হত্যা করা হয়েছে এই বিষয় এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান মূলত জমি বিবাদের জেরেই এই ঘটনা। যদিও ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খোঁজ মেলেনি এখনও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। ভিডিও-এ দেখা যাচ্ছে পাকিস্তানের পাসরুর তহসিলের খোখরান চকে মোটরবাইকে চড়ে আসে দু'জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের মধ্যে একজন মোটরবাইক থেকে নেমে আচমকাই এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য পড়ে যায় চারিদিকে। চোখের নিমেশে বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যায় নিতহ ব্যক্তিদের দু'জনেই লস্কর-ই-তৈবার সদস্য। এদের মধ্যে একজন মহম্মদ মুজামিল এবং অপরজন তার সহোযোগী নাঈমুর রহমান। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনা। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কোনও খোঁজ মেলেনি। তবে পুলিশের দাবি জমি বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি।

 

 

PREV
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি