ভারতের শত্রু নিহত পাকিস্তানের মাটিতে, কুলভূষ যাদবের অপহরণকারি মুফতি শাহ মির খুন

Published : Mar 09, 2025, 10:14 AM IST

ভারতের শত্রু। কিন্তু পাকিস্তানের বন্ধু, বিশেষ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ঘনিষ্ট হিসেবেই পরিচিত ধর্মগুরু মুফতি শাহ মির নিহত। 

PREV
110
মুফতি শাহ মির নিহত

ভারতের শত্রু। কিন্তু পাকিস্তানের বন্ধু, বিশেষ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ঘনিষ্ট হিসেবেই পরিচিত ধর্মগুরু মুফতি শাহ মির নিহত।

210
ভারতের জন্য সুখবর

জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় বাইকআরোহীদের গুলিতে বালুচিস্তানে নিহত হন মুফতি শাহ মির।

310
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় মিরকে। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখনেই শুক্রবার মারা যান মির।

410
ধর্মীয় দলের সদস্য

মির মৌলবাদী দল জমিয়ত-উলেমা-ই-ইসলামের সদস্য ছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেন অনুযায়ী তিনি ধর্মগুরুর মুখোশের আড়ালে অস্ত্র ও মানুষ পাচারের কাজ করতেন।

510
আইএসআই ঘনিষ্ট

পাকিস্তানের গুপ্তচর আইএসআই-এর ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন মির। ভারতীয় নৌসেনা বাহিনীর প্রাক্তন কর্তা কুলভূষণকে ইরান থেকে অপরহরণের মাস্টারমাইন্ড ছিলেন মির।

610
সন্ত্রাসবাদীদের মদত

মিরের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি যে কোনও সময় যে কোনও জঙ্গি সংগঠনের শিবির পরিদর্শন করতেন। জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করাতে সক্রিয়ভাবে সাহায্য করতেন।

710
মির ঘনিষ্ট দুই জনকে হত্যা

গত সপ্তাহে বালুচিস্তানের তৃতীয় বৃহত্তম শহর খুজদারে মিরের আরও দুই সাগরেদকে গুলি করে হত্যা করা হয়।

810
আফগান যোগ

সূত্রের খবর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে আফগানিস্তানেও গিয়েছিলেন মির। সেখানে তিনি তালিবানদের অনেক তথ্য পাকিস্তানের হাতে তুলে দেন।

910
কারা হত্যা করল মিররকে

ভারতের শত্রু মুফতি শাহ মিররকে হত্যার ঘটনায় পাকিস্তানে যথেষ্ট সাড়া পড়েছে। কারা খুন করলে তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

1010
বদলা নিতেই হত্যা!

মিরের মৃত্যুতে বদলার তত্ত্বই খাড়া হচ্ছে পাকিস্তানে। মির বিভিন্ন জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠিতে অবাধে যাতায়াত করতেন। তাদের তথ্য তুলে দিতেন পাকিস্তানের হাতে। এই ঘটনা পছন্দ ছিল না পাক জঙ্গিদের। তাই বদলা নিতেই হত্যা করা হয়েছে বলেও অনুমান তদন্তকারীদের।

click me!

Recommended Stories