আরও বিপাকে ইমরান খান! এবার আর্থিক তছরুপ মামলায় ১৪ বছরের জেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও স্ত্রী

বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এবার ইমরানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

 

Saborni Mitra | Published : Jan 17, 2025 5:07 PM
110
আরও বিপাকে ইমরান খান

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এবার ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

210
জামিন চাইতে গিয়ে গ্রেফতার

দুই বছর আগে এই মামলাতেই জামিন চাইতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। আদালত থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান।

310
স্ত্রীও দোষী

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁকে ৭ বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে।

410
জরিমানা

এই মামলায় ইমরান খানের ১০ লক্ষ টাকা ও বুশরা বিবির ৫ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা করা হয়েছে।

510
ইমরান জেলে

বর্তমানে আদিয়ালা জেরে রয়েছেন ইমরান খান। এজলাসে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী। রায় ঘোষণার পরই বুশরাকে হেপাজতে নেয় পুলিশ।

610
গ্রেফতার অবৈধ

যদিও পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালর মে মাসের ইমরান খানের গ্রেফতারিকে অবৈধ বলেছিলেন। যদিও এই মামলায় লাহর হাইকোর্ট ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছন।

710
তাও জেলে ইমরান

তবে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় জেলে রয়েছেন ইমরান। তাই একটি মামলায় জামিন পেলেও জেল মক্তি হয়নি।

810
আল কাদির ট্রাস্ট

আল কাদির বিশ্ববিদ্যালয় থেকে বেআইনিভাবে ১৯ কোটি ডলার বা ভারতীয় টাকায় ১৬৪৫ কোটি হাজার কোটি তছরুপের অভিযোগ ওঠে ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

910
২০২৩ সালে গ্রেফতারি পরোয়ানা

এই ঘটনার তদন্ত করছিল পাকিস্তানের তদন্তকারী সংস্থা ন্যাব। ২০২৩ সালের ১ মে ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

1010
আদালত থেকে গ্রেফতার

আল কাদির ট্রাস্ট মামলায় আদালত থেকে পাকিস্তানের আধাসেনা রেঞ্জার্স বাহিনী আদালত থেকেই গ্রেফতার করে। সেই সময় ইমরানের গ্রেফতারির পরই উত্তাল হয়েছিল গোটা পাকিস্তান। ইমরানের অনুগামীরা ভাঙচুর শুরু করেছিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos