Pakistan Economy: কী আশ্চর্য! পাকিস্তানে বেকার যুবকদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাধার সংখ্যা

Published : Jun 12, 2024, 10:31 PM ISTUpdated : Jun 13, 2024, 06:42 AM IST
donkey 1

সংক্ষিপ্ত

সব দিক থেকেই বিপাকে পাকিস্তান। দেশে আর্থিক সমস্যা চরমে, খাদ্যসঙ্কট বাড়ছে, বেকারত্ব বাড়ছে। কোনওভাবেই দেশের হাল ফেরাতে পারছে না পাকিস্তান সরকার।

পাকিস্তানে বেকার যুবকের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ। কিন্তু ভারতের এই প্রতিবেশী দেশে গাধার সংখ্যা প্রায় ৬০ লক্ষ। একইসঙ্গে বাড়ছে গাধা ও বেকার যুবকের সংখ্যা। দুটোই পাকিস্তানের অর্থনীতির উপর চাপ বাড়াচ্ছে। এবারও জিডিপি-র উন্নতির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি পাকিস্তান। আর্থিক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে পাকিস্তানের আর্থিক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, গত এক বছরে পাকিস্তানে গাধার সংখ্যা ১.৭২ শতাংশ বেড়ে গিয়েছে। তবে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে চললেও, আর্থিক উন্নতি হচ্ছে না। এই অর্থবর্ষে পাকিস্তানের অর্থনীতির মাত্র ২.৪ শতাংশ উন্নতি হয়েছে। পাকিস্তান সরকার ৩.৫ শতাংশ আর্থিক উন্নতির লক্ষ্যের কথা জানিয়েছিল। কিন্তু তার চেয়ে অনেক কম উন্নতি হয়েছে। ফলে পাকিস্তান সরকারের উপর চাপ বাড়ছে।

পাকিস্তানের গ্রামীণ অর্থনীতির উন্নতিতে প্রভাব ফেলছে না গাধার জনসংখ্যা

কোনও দেশে গাধার জনসংখ্যা বাড়লে সাধারণত গ্রামীণ অর্থনীতি ও কৃষিক্ষত্রের উন্নতি হয়। কিন্তু পাকিস্তানে এর উল্টো ঘটনা দেখা যাচ্ছে। কৃষি ও আর্থিক লক্ষণগুলির মধ্যে তারতম্য দেখা যাচ্ছে। পাকিস্তানে আর্থিক উন্নতি হচ্ছে না। কোনও দিক থেকেই পাকিস্তানের উন্নতি হচ্ছে না। পাকিস্তানের আর্থিক উন্নতি ক্রমশঃ কঠিন হয়ে পড়ছে। পাকিস্তান সরকার আর্থিক উন্নতির যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তার সঙ্গে বাস্তবে আর্থিক উন্নতির বিস্তর ফারাক। বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে ব্যর্থ পাকিস্তান। এর ফলেই আর্থিক উন্নতি হচ্ছে না।

নিজেদের জালেই জড়িয়ে পড়েছে পাকিস্তান

দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরেও নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সন্ত্রাসবাদ ও অস্থিরতার ফলে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মালপত্র সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। নিরাপত্তা খাতে খরচও বাড়ছে। এর ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উন্নয়ন। পাকিস্তানে পরিকাঠামোর উন্নতিও হচ্ছে না। পাকিস্তানে আমলাতন্ত্রও দুর্বল। এর ফলে উৎপাদন ক্ষেত্রে উন্নতি হচ্ছে না এবং অর্থনীতি সঙ্কুচিত হয়ে পড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'পাকিস্তানকে অনেক সাহায্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'! বিস্ফোরক দাবি সেদেশের ব্যবসায়ীর

Narendra Modi: 'বেশরম, কামিনা', মোদী সম্পর্কে মন্তব্য পাক উপস্থাপকের, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

Partion of India: 'দাদু ভুল করেছিলেন, ভারতে থাকলেই ভালো হত,' আক্ষেপ পাকিস্তানের রাজস্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যানের

PREV
click me!

Recommended Stories

পাকিস্তানে কি গণতন্ত্র মিথ্যে? ইমরান জেলে, মুনিরের সুরক্ষা-UN-এ ফাঁস ভারতের
ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ