সংক্ষিপ্ত
ভারত-পাকিস্তান আলাদা হওয়ার পর প্রায় ৮ দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও অনেকেই দেশভাগ নিয়ে আক্ষেপ করেন। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও অনেকে দেশভাগের জন্য আক্ষেপ করেন।
১৯৪৭ সালে দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় পরিবার। মামারবাড়ির দাদুর এই সিদ্ধান্তের জন্য এখনও আক্ষেপ করছেন পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভেনিউয়ের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মহম্মদ শাব্বার জাইদি। তিনি একটি ইউটিউব চ্যানেলে পরিবারের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মামারবাড়ির দাদু সরকারি কর্মী ছিলেন। দেশভাগের সময় তিনি ভুল করে পাকিস্তানকে বেছে নেন। তিনি ভুল করেছিলেন। আমি এর জন্য আফশোস করছি। আমি এই ভুল সিদ্ধান্তের জন্য দাদুর সঙ্গে অনেকবার তর্ক করেছি। আজ যদি আমরা ভারতে থাকতাম, তাহলে ভালো হত। জানি না তিনি ১৯৪৭ সালে দিল্লিতে থেকে কেন পাকিস্তানকে বেছে নিয়েছিলেন।’
'মোদীর ভারত নিয়ে মিথ্যা প্রচার'
বিভিন্ন মহল থেকে প্রচার করা হয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই প্রচার নস্যাৎ করে দিয়ে জাইদি বলেছেন, ‘আজও যখন আমি ইফতারির সময় মুম্বইয়ে মহম্মদ আলি স্ট্রিট, ক্রফোর্ড মার্কেটে যাই, তখন মনে হয় যেন মক্কা-মদিনায় বসে আছি। আপনারা বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে মুসলিমদের হত্যা করছেন। আসল ঘটনা হল, আপনারা কখনও ভারতে যাননি। ভারতে কী হচ্ছে আপনারা কী জানেন? আমি যখন দিল্লিতে থাকি, তখন দিল্লির মানুষ আমাকে ছুঁতে পারে না। কারণ, আমার চার প্রজন্ম সেখানে থেকেছে।’
পাকিস্তানের চেয়ে ভারতই বেশি পছন্দ জাইদির
জাইদি আরও বলেছেন, ‘আমার পেশোয়ারের চেয়ে দিল্লিতে থাকতেই বেশি ভালো লাগে। আমি লাহোরে ২০ বছর থেকেছি। কিন্তু তারপরেও লাহোর, পেশোয়ারের বদলে অমৃতসরের লোকজনকেই ভালো লাগে। আজও করাচির মেমন পেশোয়ার বা লাহোরের চেয়ে মুম্বইয়ে স্বচ্ছন্দ। আমি অন্য শহরে থেকেও দিল্লি যেভাবে চিনি, সেটা দিল্লির অনেকেই চেনে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দেউলিয়া পাকিস্তান! আইএমএফের কাছে ফের লোন চাইছে ভারতের প্রতিবেশী, এবার কি সরকারি সম্পত্তি বিক্রি?
আমারা হিন্দুর বংশধর, আমাদের জোর করে মুসলমান করা হয়েছে... পাকিস্তানি বিশেষজ্ঞদের ভিডিও সামনে এসেছে