
বৃহস্পতিবার মধ্যরাতে পর পর দুটি ভূমিকম্প। কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তানের একাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত ১ টা ৫৯ মিনিটে প্রথম কম্পন হয়। যার মাত্রা রিখটার স্কেলে ৪.২। এর উৎসস্থল ছিল আফগানিস্তান থেকে ১৯০ কিমি গভীরে।
প্রথম ভূমিকম্পের ঠিক কিছুক্ষণ পর ভোর ৩টে ০৯ মিনিটে ভূমিকম্প আঘাত আনে পাকিস্তানে। যার মাত্রা রিখটার স্কেলে ৫.২। এর উৎসস্থল ছিল কেন্দ্রস্থল থেকে ১৩৫ কিমি গভীরে। এই দুই ছাড়াও, ভারতীয় সময় রাত ২টা ৪১ মিনিট নাগাদ ভারত মহাসাগরীয় অঞ্চলেও ৪.৩ ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, পাকিস্তান-আফগানিস্তান ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত। এই ভৌগলিক অবস্থার কারণে প্রায়শই এখানে ভূমিকম্পের ঘটনা ঘটে। এবার পর পর দুটি কম্পন হয়। একটি হয় পাকিস্তানে। অপরটি হয় আফগানিস্তানে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি খবর এখনও প্রকাশ্যে আসেনি। তেমনই ভূমিকম্পে কারও মৃত্যু হয়েছে কি না, তাও জানা যায়নি।
তেমনই চলতি মাসের শুরুতে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শারিফ শহরের কাজে কম্পন অনুভূত হয়েছিল। সে সময় সাত জনের মৃত্যু হয়। প্রায় ১৫০ জন আহত হয়েছিল। তেমনই অগস্ট মাসে আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। সে সময় কম্পনের মাত্রা ছিল ৬.২। সেই ঘন্টায় ২০০০-রও বেশি মানুষ প্রয়াত হন। আহত হয়েছিল হাজার হাজার মানুষ। এবার ফের কম্পন হল আফগানিস্তান ও পাকিস্তানে।
ভারতীয় সময় রাত ১ টা ৫৯ মিনিটে প্রথম কম্পন হয়।