'ইচ্ছা করেই ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে আফগানিস্তান', কাবুলকে তোপ পাক প্রধানমন্ত্রীর

Published : Jan 21, 2026, 09:37 AM IST

Shehbaz Sarif On Afghanistan: পাক-আফগান বাণিজ্য বন্ধে এবার কাবুলের বিরুদ্ধেই সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
তুঙ্গে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্ধ

কাবুলের সঙ্গে বাণিজ্য বন্ধ নিয়ে এবার আফগানিস্তানকেই তোপ দাগল শাহবাজ শরিফ সরকার। পাক প্রধানমন্ত্রীর কথায়-শান্তিতে থাকতে চাই কীনা সেটা আফগানিস্তানকে নিজেই ঠিক করতে হবে। শুধু তাই নয়, পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধের জন্য কাবুলকেই দায়ী করলেন তিনি। 

25
কেন বাণিজ্য বন্ধ?

যদিও পাক প্রধানমন্ত্রীর দাবি, জঙ্গিদমনে আফগানিস্তানের ব্যর্থতা রয়েছে। আর সেই কারণেই বন্ধ রয়েছে পাকিস্তান ও কাবুলের মধ্যে বাণিজ্য। যদিও দেশের মাটিকে জঙ্গিরা নিজেদের কার্যকলাপের জন্য ব্যবহার করছে। আর এই অভিযোগ তুলেই সরব হয়েছেন তিনি। 

35
কী বললেন পাক প্রধানমন্ত্রী?

তিনি আরও বলেন, ‘’তারা (আফগানিস্তানের নাগরিক) আমাদের ভাইবোন। যদি অন্তর্বর্তিকালীন আফগান সরকার এই বিষয়ে (পাকিস্তান-আফগানিস্তান পারস্পরিক সম্পর্ক)আগ্রহী না থাকে তা হলে অন্তত নিজেদের দেশের জনগণের প্রতি দয়া করে অত্যাচার বন্ধ করা উচিত।''

45
শাহবাজের দাবি

এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করে জানান যে, বাণিজ্য স্থগিত কাম্য ছিল না। কিন্তু কাবুল বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে। জানা গিয়েছে, গত বছরের অক্টোবরে দু-দেশের সংঘর্ষের পরে আফগানিস্তানের জন্য সমস্ত বাণিজ্যিক সীমানা ও সম্পর্ক বন্ধ করে দেয় পাকিস্তান। তার পরে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হলেও সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। 

55
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে আফগানিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, আফগানিস্তান ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। ওদিকে আফগানিস্তানের ৪ মিলিয়নেরও বেশি শরণার্থী আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে থাকছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন। যদিও তালিবান সরকার ব্যবসা বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ব্যর্থ। 

Read more Photos on
click me!

Recommended Stories