Breaking News: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান,সীমান্তবর্তী শহরে পুলিশ টহল কেন্দ্রকে লক্ষ্য করে হামলা

Published : Nov 03, 2023, 03:06 PM IST
oman expressed condolences to families of victims killed in Suicide Blasts Pakistan

সংক্ষিপ্ত

প্রশাসন সূত্রের খবর এই হামলা আত্মঘাতী হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় প্রশাসনের কাছে। তবে হামলার দায় স্বীকার এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন করেনি। 

শুক্রবার আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার দার ইসমাইল খান শহরে বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়। আহতের সংখ্যা কমপক্ষে ২১। স্থানীয় এক পুলিশ কর্তা মহম্মদ আদনান বলেছেন, শহরে একটি পুলিশ টহল কেন্দ্রের সামনে বিস্ফোরণ হয়। ইচ্ছেকৃতভাবেই পুলিশ টহল কেন্দ্রকে টার্গেট করা হয়েছে বলেও মনে করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন সূত্রের খবর এই হামলা আত্মঘাতী হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় প্রশাসনের কাছে। তবে হামলার দায় স্বীকার এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন করেনি। তবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তথ্য প্রমাণও সংগ্রহের কাজ চলছে।

ডেরা ইসমাইল খান শহরটি আফগানিস্তানের সীমান্তবর্তী অনাচারী উপজাতীয় জেলাগুলির প্রান্তে অবস্থিত যেখানে দীর্ঘদিন ধরে দেশী এবং বিদেশী ইসলামি জঙ্গিদের আবাসস্থল।

সবিস্তারে পড়ুন…

PREV
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি