পাক অর্থমন্ত্রীর ধার্মিক টুইটে হাসির রোল উঠলো দেশ জুড়ে, মন্তব্য বাক্সে কটাক্ষের সুর আম-জনতার

মানসিক উদ্বেগ ও অবসাদ দূর করতে প্রার্থনা করুন- অর্থমন্ত্রীর এমন টুইটে হাসির রোল উঠলো পাকিস্তানে।অর্থনৈতিক বেহাল দশার মাঝেই অর্থমন্ত্রীর  এমন বার্তা দেখে অনেকেরই দাবি যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তো তিনিও এমন পন্থাই বেছে নিয়েছেন।

 

মানসিক উদ্বেগ ও অবসাদ দূর করতে প্রার্থনা করুন- অর্থমন্ত্রীর এমন টুইটে হাসির রোল উঠলো পাকিস্তানে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। ইসলামপন্থী এই দেশটির অর্থনৈতিক দশা এমনই বেহাল যে সামান্য ত্রাণ সংগ্রহের জন্যও ইশাক দার মশাইকে প্রায়ই দ্বারস্থ হতে হয় অন্য দেশের। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী এমন ধর্ম -কর্মের বার্তা দিচ্ছেন দেখে অনেকেরই দাবি যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তো তিনিও এমন পন্থাই বেছে নিয়েছেন।

এই টুইটের প্রতিক্রিয়ায় একজন মন্তব্য করেন যে 'মানসিক সমস্যা দূর করার জন্য মন্ত্রী প্রার্থনা করার কথা বলেছেন। কিন্তু দেশ তো লোন শোধ করতে পারছে না। একাধিক দেশ থেকে লোন নিয়েই চলেছে সেনিয়ে কোনও প্রার্থনার কথা বললে খুব ভালো হয়।' ওপর একজন লিখেছেন ,'দাদা, লোন যারা শোধ করতে পারছেন না তাদের জন্য কোনো প্রার্থনার কথা বলুন।' অপর একজন লিখেছেন, 'নিশ্চিতভাবেই মনে হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। অভিজ্ঞ অর্থমন্ত্রী এখন পাবলিকের ক্ষোভ থেকে বাঁচতে তাই আল্লাকে ডাকার কথা বলছেন।'

Latest Videos

নেটপাড়ায় এখন রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন পাক অর্থমন্ত্রী। এদিকে চলতি সপ্তাহেই পাকিস্তান বিজনেস ফোরাম স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানকে ডেকে পাঠায়। দেশের অর্থনৈতিক সমস্যা মেটাতে জরুরীকালীন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন তারা।পাকিস্তান বিজনেস ফোরামের সিইও আহমেদ জাওয়াদ জানিয়েছেন, 'আমাদের এখনও বিদেশি ঋণ রয়েছে ১৩০ বিলিয়ন মার্কিন ডলার। ৭৩ বিলিয়ন ডলার গত তিনবছরে বকেয়া রয়েছে। পরবর্তী তিনবছরে আমাদের বকেয়া হবে কমপক্ষে ২০ থেকে ৩০ বিলিয়ন। তার সঙ্গেই প্রচন্ড মুদ্রাস্ফীতির জেরে ভয়াবহ সমস্যায় পড়ছেন গরীবরা। এটা একেবারেই জরুরীকালীন অর্থনৈতিক অবস্থা।'

এমন পরিস্থিতিতে পাক অর্থমন্ত্রীর এমন টুইট বাস্তব থেকে শতহস্ত দূরে বলেই তাকে নিয়ে ট্রলার বন্যা বইছে সামাজিক মাধ্যমে।

 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul