পাক অর্থমন্ত্রীর ধার্মিক টুইটে হাসির রোল উঠলো দেশ জুড়ে, মন্তব্য বাক্সে কটাক্ষের সুর আম-জনতার

মানসিক উদ্বেগ ও অবসাদ দূর করতে প্রার্থনা করুন- অর্থমন্ত্রীর এমন টুইটে হাসির রোল উঠলো পাকিস্তানে।অর্থনৈতিক বেহাল দশার মাঝেই অর্থমন্ত্রীর  এমন বার্তা দেখে অনেকেরই দাবি যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তো তিনিও এমন পন্থাই বেছে নিয়েছেন।

 

Web Desk - ANB | Published : Dec 10, 2022 10:02 PM IST / Updated: Dec 11 2022, 03:36 AM IST

মানসিক উদ্বেগ ও অবসাদ দূর করতে প্রার্থনা করুন- অর্থমন্ত্রীর এমন টুইটে হাসির রোল উঠলো পাকিস্তানে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। ইসলামপন্থী এই দেশটির অর্থনৈতিক দশা এমনই বেহাল যে সামান্য ত্রাণ সংগ্রহের জন্যও ইশাক দার মশাইকে প্রায়ই দ্বারস্থ হতে হয় অন্য দেশের। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী এমন ধর্ম -কর্মের বার্তা দিচ্ছেন দেখে অনেকেরই দাবি যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তো তিনিও এমন পন্থাই বেছে নিয়েছেন।

এই টুইটের প্রতিক্রিয়ায় একজন মন্তব্য করেন যে 'মানসিক সমস্যা দূর করার জন্য মন্ত্রী প্রার্থনা করার কথা বলেছেন। কিন্তু দেশ তো লোন শোধ করতে পারছে না। একাধিক দেশ থেকে লোন নিয়েই চলেছে সেনিয়ে কোনও প্রার্থনার কথা বললে খুব ভালো হয়।' ওপর একজন লিখেছেন ,'দাদা, লোন যারা শোধ করতে পারছেন না তাদের জন্য কোনো প্রার্থনার কথা বলুন।' অপর একজন লিখেছেন, 'নিশ্চিতভাবেই মনে হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। অভিজ্ঞ অর্থমন্ত্রী এখন পাবলিকের ক্ষোভ থেকে বাঁচতে তাই আল্লাকে ডাকার কথা বলছেন।'

Latest Videos

নেটপাড়ায় এখন রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন পাক অর্থমন্ত্রী। এদিকে চলতি সপ্তাহেই পাকিস্তান বিজনেস ফোরাম স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানকে ডেকে পাঠায়। দেশের অর্থনৈতিক সমস্যা মেটাতে জরুরীকালীন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন তারা।পাকিস্তান বিজনেস ফোরামের সিইও আহমেদ জাওয়াদ জানিয়েছেন, 'আমাদের এখনও বিদেশি ঋণ রয়েছে ১৩০ বিলিয়ন মার্কিন ডলার। ৭৩ বিলিয়ন ডলার গত তিনবছরে বকেয়া রয়েছে। পরবর্তী তিনবছরে আমাদের বকেয়া হবে কমপক্ষে ২০ থেকে ৩০ বিলিয়ন। তার সঙ্গেই প্রচন্ড মুদ্রাস্ফীতির জেরে ভয়াবহ সমস্যায় পড়ছেন গরীবরা। এটা একেবারেই জরুরীকালীন অর্থনৈতিক অবস্থা।'

এমন পরিস্থিতিতে পাক অর্থমন্ত্রীর এমন টুইট বাস্তব থেকে শতহস্ত দূরে বলেই তাকে নিয়ে ট্রলার বন্যা বইছে সামাজিক মাধ্যমে।

 

Share this article
click me!

Latest Videos

ডিভিসির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিন্ন নিয়ে উদ্বিগ্ন বর্ধমানের চাষীরা, দেখুন কী বলছেন তাঁরা | DVC
টর্নেডোর কবলে ট্রলার! কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবার! আদৌ বেঁচে ফিরতে পারবেন কী তাঁরা!
‘ভোটের সময় ভোট দাও ভোট দাও! এখন আর দেখা নেই’ বিস্ফরক অভিযোগ বন্যা কবলিত কৃষকদের | WB Flood
'Dev বাবুর Ghatal Master Plan এমন হয়েছে সব ডুবে গেছে' কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari | Flood
ত্রাণ-ওষুধ নিয়ে Keshpur-এ বানভাসী মানুষদের পাশে RG Kar-এর জুনিয়র ডাক্তাররা | Keshpur Flood |