Imran Khan arrested: দীর্ঘ টানাপোড়েনের অবসান, ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে গ্রেফতার ইমরান খান

Published : May 09, 2023, 03:21 PM ISTUpdated : May 09, 2023, 03:33 PM IST
Imran Khan

সংক্ষিপ্ত

অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান

অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানকারকার একটি স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে ৯ মে, মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয় ইমরানকে। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে একাধিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে উল্লেখ্য, দু'দিন আগেই পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোকে কটাক্ষ করেছিলেন ইমরান। এই ঘটনার দু'দিনের মধ্যেই একাধিক অভিযোগে গ্রেফতার করা হল ইমরানকে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি অবশ্য জানিয়েছেন, জোর করে ইমরান খানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। হামলা করা হয়েছে তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীর উপরও। সূত্রের খবর আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে সম্প্রতি এফআইআর দায়ের করা হয়েছিল ইমরানের বিরুদ্ধে। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন তিনি।

 

 

PREV
click me!

Recommended Stories

পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী