
Pakistan Heatwave News: পাকিস্তানের এখন অবস্থা হল 'একে রামে রক্ষে নেই, তায় সুগ্রীব দোসর'। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই সেদেশের বাসিন্দাদের চলছে শিরে সংক্রান্তি (Pakistan News)। পাকিস্তানের সঙ্গে একের পর এক চুক্তি বাতিল করেছে ভারত সরকার (Narendra modi)। তার উপরে পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ। জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে সাধারণ পাক জনগন!
হঠাৎ পাকিস্তানে হল টা-কী! (Pakistan News):-
পাকিস্তান আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি মরশুমে সবথেকে বেশি গরম পড়তে পারে পাকিস্তানে। গরমের দিনগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা বিশ্ব রেকর্ড গড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সূত্রের খবর, গত এপ্রিল মাসের শেষেই পাকিস্তানের তাপমাত্রা ছুঁয়েছিল ৫০-এর ঘরে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী, তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তান। দেশটির মধ্য ও দক্ষিণ অংশে
তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। গত সপ্তাহান্তেই তীব্র তাপপ্রবাহ মধ্য ও দক্ষিণ পাকিস্তানের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, এই তাপমাত্রা আরও বাড়তে পারে। আর এভাবে চলতে থাকে গ্রীষ্মের মরশুমে গরমেই মারা যেতে পারেন পাকিস্তানিরা।
পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা (Pakistan Heat wave Alert):-
এদিকে, পাকিস্তান আবহাওয়া দফতর তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এপ্রিল মাসেই ২০১৮ সালে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের ২১টি দেশে ১১০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা, বুধ ও বৃহস্পতিবার ৪৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার পূর্বাভাস:-
এই সপ্তাহে পাকিস্তান, ইরান, কুয়েত, সৌদি আরব, মৌরিতানিয়া, ভারত, ইরাক, কাতার, সুদান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, দক্ষিণ সুদান, বাহরাইন, মালি, সেনেগাল, চাদ, ইথিওপিয়া, নাইজার, ইরিত্রিয়া, নাইজেরিয়া এবং বুরকিনা ফাসো সহ ২১টি দেশে ১১০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান পূর্বাভাস অত্যন্ত নির্ভরযোগ্য ECMWF মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। পূর্বাভাসে গরম কম দেখালেও ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা, মধ্য এশিয়ায় নতুন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
তবে, একই মডেল গত সপ্তাহান্তে তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কম অনুমান করেছিল – যা প্রকৃত তাপমাত্রা রেকর্ড সৃষ্টিকারী ৫০ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলেছিল। সপ্তাহের শেষের দিকে, এই অস্বাভাবিক গরম বাতাস পূর্বে চীনের দিকে সরে যাবে। একই সময়ে, মধ্য এশিয়ায় নতুন একটি তাপপ্রবাহের কারণে তীব্র গরম অনুভূত হবে, যেখানে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের (Jammu Kashmir terror attack) অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় তপ্ত ভারত-পাকিস্তান আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক। ক্রমশ প্রকট হচ্ছে দুই দেশের যুদ্ধের সম্ভাবনা! প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন সেদেশের অনেক নেতামন্ত্রী। ভারতও পিছিয়ে নেই পাল্টা জবাব দিতে। আর এর মধ্যেই এবার প্রকৃতির নিদারুণ রোষের মুখে পড়তে হল পাকিস্তানকে (Pakistan)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।