Viral News: রাজনৈতিক নেতাকে রাস্তায় ফেলে প্যান্ট খুলে লাঠি-পেটা! ভোট চাইতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার

Published : Nov 29, 2023, 12:32 PM IST
viral

সংক্ষিপ্ত

ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল এক রাজনৈতিক নেতাকে, তাও আবার তিনি হলেন দেশের প্রধান শাসকদলের নেতা।

কখনও প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারিতে দেশ জুড়ে উন্মত্তদের বিক্ষোভ, কখনও লাইভ টিভি চ্যানেলে চড়- ঘুষি- লাথি, আবার কখনও রাজনৈতিক নেতাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে রাস্তায় ফেলে বিবস্ত্র করে হেনস্থা করা, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের রাজনৈতিক দলাদলি কোনও উপায়েই শ্লীলতার মাত্রার অন্দরে থাকতে পারে না। সেই তথ্যই আবার প্রমাণ করে দিল একটি সাম্প্রতিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে গোটা দেশ তোলপাড়। 

-

ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হতে  হল এক রাজনৈতিক নেতাকে, তাও আবার তিনি হলেন দেশের প্রধান শাসকদলের নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল PML (N) অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর এক নেতা ভোট চাইতে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে। তখনই আচমকা তাঁকে ঘিরে ধরে মারধর করা শুরু হয়। 

-

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে, লাঠি দিয়ে মারতে মারতে ওই রাজনৈতিক নেতাকে রাস্তায় ফেলে দিলেন বিরোধী দলের লোকজন। তারপর কয়েকজন মিলে তাঁর হাত চেপে ধরেন। তারপর রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই ওই নেতার প্যান্ট খুলে নেওয়া হয়। বিবস্ত্র অবস্থাতেই তাঁকে চূড়ান্ত হেনস্থা করতে থাকেন আক্রমণকারীরা। এই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা। রাজনৈতিক বিরোধিতা যে হিংসাত্মক হতে হতে একেবারেই শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছে, সেই কথাই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

-



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
মহিলা সাংবাদিকের প্রশ্নে চোখ মারলেন পাক সেনা মুখপাত্র! হু হু করে ভাইরাল হল ভিডিও