Viral News: রাজনৈতিক নেতাকে রাস্তায় ফেলে প্যান্ট খুলে লাঠি-পেটা! ভোট চাইতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার

ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল এক রাজনৈতিক নেতাকে, তাও আবার তিনি হলেন দেশের প্রধান শাসকদলের নেতা।

Sahely Sen | Published : Nov 29, 2023 7:02 AM IST

কখনও প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারিতে দেশ জুড়ে উন্মত্তদের বিক্ষোভ, কখনও লাইভ টিভি চ্যানেলে চড়- ঘুষি- লাথি, আবার কখনও রাজনৈতিক নেতাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে রাস্তায় ফেলে বিবস্ত্র করে হেনস্থা করা, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের রাজনৈতিক দলাদলি কোনও উপায়েই শ্লীলতার মাত্রার অন্দরে থাকতে পারে না। সেই তথ্যই আবার প্রমাণ করে দিল একটি সাম্প্রতিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে গোটা দেশ তোলপাড়। 

-

ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হতে  হল এক রাজনৈতিক নেতাকে, তাও আবার তিনি হলেন দেশের প্রধান শাসকদলের নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল PML (N) অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর এক নেতা ভোট চাইতে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে। তখনই আচমকা তাঁকে ঘিরে ধরে মারধর করা শুরু হয়। 

-

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে, লাঠি দিয়ে মারতে মারতে ওই রাজনৈতিক নেতাকে রাস্তায় ফেলে দিলেন বিরোধী দলের লোকজন। তারপর কয়েকজন মিলে তাঁর হাত চেপে ধরেন। তারপর রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই ওই নেতার প্যান্ট খুলে নেওয়া হয়। বিবস্ত্র অবস্থাতেই তাঁকে চূড়ান্ত হেনস্থা করতে থাকেন আক্রমণকারীরা। এই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা। রাজনৈতিক বিরোধিতা যে হিংসাত্মক হতে হতে একেবারেই শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছে, সেই কথাই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

-



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর জেহাদিদের, প্রতিবাদী দের মার পুলিশের, গর্জে উঠলেন অগ্নিমিত্রা
মৃত যুবতীর দেহ Kalyani JNM Hospital নিয়ে আসতেই বিক্ষোভের ফেটে পড়লো DYFI! | Krishnanagar News Today
Aniket Mahato Health Update | অনিকেতের শারীরিক অবস্থা কেমন? দেখুন কী বললেন আর জি করের CCU ইনচার্জ
বাড়ছে রহস্য! রাহুলের সঙ্গে চলে গিয়েছিল! মৃতা তরুণীর মায়ের বিস্ফোরক মন্তব্য | Krishnanagar News
সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নোংরা অভিযোগ দেবাংশুর, পাল্টা যা বললেন চিকিৎসক । Subarna Goswami