Breaking News: পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে বন্দুকবাজের হামলা, আত্মঘাতী বিস্ফোরণে হত ৩

Published : Nov 24, 2025, 10:09 AM ISTUpdated : Nov 24, 2025, 10:17 AM IST
Pakistan Paramilitary Force headquarters attack

সংক্ষিপ্ত

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে বন্দুকবাজের হামলা। আত্মঘাতী বোমাও বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে বন্দুকবাজের হামলা। আত্মঘাতী বোমাও বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সাত সকালেই পেশোয়ারের আধা সামরিক বাহিনীর সদর দফতরে হামলা চালায় দুই হামলাকারী। হামলাকারীরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রথমে এক জঙ্গি আধা সামরিক বাহিনীর সদর দফতরে বিস্ফোরণ ঘটায়। তারপরই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই সুযোগ নিয়ে একাধিক জঙ্গি আধা সামরিক বাহিনীর সদর দফতরে ঢুকে পড়েছে। এখনও পরিস্থিনিয় নিয়ন্ত্রণে আসেনি। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দফতরের মধ্যে এখনও কয়েকজন জঙ্গি রয়েছে।

আধা সামরিক বাহিনীর সদর দফতর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। কাছেই রয়েছে একটি সামরিক সেনানিবার। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তাটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেনা বাহিনীর সদস্য ও পুলিশ কর্মীরা এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।

পাকিস্তান প্রশাসন, এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি। জঙ্গি হামলা না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যান চলাচল পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তা বিস্ফোরণেক বিকট শব্দ শুনেছেন। 

সবিস্তারে আসছে...

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত