এক লিটার ডিজেলের দাম ২৮০ টাকা, কেরসিন কিনতে মাথায় হাত পাক নাগরিকদের

মিনি বাজেটে ঘোষণার পরেই পাকিস্তানে আকাশ ছোঁয়া পেট্রোল আর ডিজেলের দাম। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের।

 

মূল্যবৃদ্ধির স্রোতে ভাসছে পাকিস্তান। একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে। আবার নতুন করে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই অবস্থায় পাকিস্তানবাসীকে মাত্র এক লিটার ডিজেলের জন্য ব্যায় করতে হয়েছে ২৭২ পাকিস্তানি টাকা। অন্যদিকে ডিজেলের দাম ২৮০। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইতিহাসে এটাই সবথেকে খারাপ পরিস্থিতি পাকিস্তানে। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানে নাগরিকদের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে।

শেহবাজ শরিফ সরকার পাকিস্তানের জাতীয় পরিষদে একটি সম্পূরক অর্থবিল পেশ করার মাত্র কয়েক ঘণ্টা পরেই পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। সরকার পণ্য ও পরিষেবা কর ১৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য ১৭০ বিলিয়ন পাকিস্তানে টাকা রাজস্ব ঘোষণার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছিল।

Latest Videos

পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমে জিও টিভি জানিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে পেট্রেলের দাম বেড়েছে ২২.২০ টাকা। আর ডিজেলের দাম বেড়েছে ১৭ টাকা। এছাড়াও কেরসিন তেলও দামি হয়েছে। বর্তমানে লিটার প্রতি কেরসিন কিনতে পাকিস্তানের নাগরিকদের খরচ হচ্ছে ২০২ টাকা। এখানেই শেষ নয় আজ অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তানের সময় বেলা নাগাদ নতুন করে জ্বালানি তেলের দাম ধার্য করা হবে।

পাকিস্তানে জ্বালানি তেলের দাম বাড়াতে পাক সরকার কিছুটা হলেও বাধ্য ছিল। কারণ আন্তর্জাতিক মুদ্র সহবিলের শর্তের মধ্যে এটি ছিল। পাকিস্তান সরকার মিনি বাজেট পেশ করে তা মেনে নিয়েছে। তবে শেহবাদ শরিফ জ্বালানি তেলের দাম বা়ড়ানোর কারণে দেশে মুদ্রাস্ফীতি আরও বড়বে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে মৌলিক জিনিস পত্র অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। বর্তমানে পাকিস্তানে এক লিটার দুধের দাম ২১০ টাকা। এক কেজি মুরগির মাংসের দাম ৭০০-৮০০ টাকা। গম, ডাল আর সবজির দামও আকাশ ছোঁয়া।

পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান ও আইএফএম কর্তারা দীর্ঘ আলোচনা করেন। তারপরেই তারা ৭ বিলিয়ম মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষক করেন। যারমধ্যে ১.১ বিলিয়ন মার্কিন ডলার চুক্তির আগেই হাতে পেয়েছিল পাকিস্তান। পাক প্রশাসনের দাবি আগামী দিনে দেশের মুদ্রাস্ফীতি কমাতে এই চুক্তি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ

ত্রিপুরাবাসীকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান মোদীর, ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী

Tripura Election: ত্রিপুরা নির্বাচনের সেরা ১০টি বিষয়, বিজেপি বনাম বামেদের ক্ষমতা দখলের যুদ্ধে গুরুত্বপূর্ণ

শিবরাত্রি পর্যন্ত থাকবে শীতের আমেজ? জানুন কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today