সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে National Accountability Bureau (NAB) আদালত অবমাননা করেছে। গ্রেফতারের আগে তাদের আদালতের রেডিস্ট্রারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিৎ ছিল। এদিনই এই মামলায় পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
পাকিস্তান সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সরকারপক্ষের। মাত্র এক ঘণ্টার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআইএর প্রধান ইমরান খানকে আদালতে পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানে দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা জাতীয় অ্যাকাউন্টটেবিলিটি ব্যুরো বা National Accountability Bureau (NAB)কে এই নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর তারা বিন্দিয়াল, বিচারপতি আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহরের বেঞ্চ ইমরান খানের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছে।
বৃহস্পতিবার শুনানির সময় সুপ্রিম কোর্ট ৭০ বছর বয়সী ইমরান খানকে গ্রেফতার করা ক্ষোভ প্রকাশ করেছে। কারণে একটি মামলার শুনানির জন্য লহোর থেকে এসেছিলেন তিনি। তারপরেও তাঁকে কীভাবে গ্রেফতার করা হয়। আদালত বলেছে, আদালত প্রাঙ্গনে ৯০ জন প্রবেশ করলে তার মর্যাদা কী থাকে? তিনি আরও বলেন, অতীতে আদালতের ভিতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের 'যদি কোনও ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে থাকে তাহলে তাঁকে গ্রেফতার করার মানে কী?'সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে National Accountability Bureau (NAB) আদালত অবমাননা করেছে। গ্রেফতারের আগে তাদের আদালতের রেডিস্ট্রারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিৎ ছিল। এদিনই এই মামলায় পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
বুধবার ইমরান খানকে আদালতে পেশ করা হয়। তাঁকে আদালতে আট দিনের জন্য জাতীয় অ্যাকাউন্টটেবিলিটি ব্যুরো বা National Accountability Bureau (NAB) -হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। ইমরানের বিচার করছেন মহম্মদ বুশির। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মারিয়মকে একটি সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। ইমরানের বিরুদ্ধে জাতীয় কোষাগার মামায় ৫০ বিলিয়ন পাকিস্তানি মুদ্রা হেরাফেরির অভিযোগ রয়েছে।
অন্যদিকে ইমরান খান জানিয়েছেন, তাঁর জীবন বপন্ন হতে পারে। তিনি রীতিমত ভীত। গত ২৪ ঘণ্টা তিনি ওয়াশরুমে যাননি। এই মামলারই এক আসামী ইতিমধ্যেই মারা গিয়েছে। যার মৃত্যুর কোনও কিনারা করতে পারেনি পাকিস্তান প্রশাসন। যা নিয়ে ইমরান খান ও পিটিআই সমর্থকরা অত্যান্ত উদ্বিগ্ন। ইমরান খানকেও খুন করা হতে পারে বলে অনুমান তাদের। এদিন আদালতেও সেই কথাই বলেন ইমরানের আইনজীবী। অন্যদিকে ন্যাব ইমরানকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালত তা মঞ্জুর করেনি। মাত্র ৮ দিনের হেফাজতই দিয়েছে।