Reasi Terror Attack: 'শত্রুর ঘরে ঢুকে মার,' এক সপ্তাহের মধ্যে রিয়াসিতে জঙ্গি হামলার বদলা

পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় একের পর এক জঙ্গি ও কট্টরপন্থীর মৃত্যু হচ্ছে। এবার রিয়াসি জঙ্গি হামলার মূল চক্রীও খতম হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

Soumya Gangully | Published : Jun 16, 2024 4:11 PM IST / Updated: Jun 16 2024, 11:00 PM IST

রিয়াসিতে জঙ্গি হামলার প্রধান চক্রান্তকারীকে খতম করেছে অজ্ঞাতপরিচয় আততায়ী। এমনই দাবি করছে পাকিস্তানের সংবাদমাধ্যম ও ইউটিউবাররা। পাকিস্তানে অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় জঙ্গি ও মৌলবাদীদের মৃত্যুর ঘটনা নতুন নয়। ফের একই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াসিতে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদীদের দমন করার জন্য কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে পাকিস্তানে রিয়াসিতে জঙ্গি হামলার মূল চক্রী খতম হওয়ায় অনেকটাই স্বস্তিতে নিরাপত্তারক্ষীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক ইউটিউবার

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাকিস্তানের এক ইউটিউবারের ১৬ সেকেন্ডের একটি ভিডিও। এই ভিডিওতে সাদা শার্ট পরা ওই ইউটিউবারকে বলতে শোনা যাচ্ছে, রিয়াসিতে যে ভয়াবহ জঙ্গি হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জন জখম হয়েছেন, সেই হামলার মূল চক্রীকে খতম করেছে অজ্ঞাতপরিচয় আততায়ী। তবে পাকিস্তানের কোথায় এই জঙ্গি হামলার চক্রীকে খতম করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি এই ইউটিউবার।

 

 

পাকিস্তানে বাড়ছে অজ্ঞাতপরিচয় আততায়ীদের হানা

পাকিস্তান সরকার, রাজনৈতিক মহল, সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে অন্য দেশের জঙ্গিরাও যোগ দেয়। বিদেশি জঙ্গিদের নিরাপদে আশ্রয়ও দেয় পাকিস্তান। বিশ্বের সবচেয়ে আলোচিত জঙ্গি ওসামা বিন লাদেনকেও নিরাপদে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। এখনও পাকিস্তানে অনেক জঙ্গি আছে। তবে সাম্প্রতিক সময়ে অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় পাকিস্তানে বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছে। তবে এই অজ্ঞাতপরিচয় আততায়ীদের সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তান থেকে একটা মাছিও গলতে পারবে না! জম্মু কাশ্মীরের নিরাপত্তায় মাস্টার স্ট্রোক মোদী সরকারের

সতর্ক পাকিস্তান, কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখবেন খোদ অমিত শাহ, বড় কোনও বদল আসতে চলেছে?

Reasi Terror Attack: 'অল আইজ অন বৈষ্ণো দেবী টেরর অ্যাটাক,' সরব হাসান আলি, ট্রেভিস হেড

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ
'স্বাস্থ্যে দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন?' প্রশ্ন তুলে মমতাকে আক্রমণ Sukanta-র | RG Kar
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News