সংক্ষিপ্ত
ভারতে জঙ্গি হামলা হলে পাকিস্তানের পক্ষ থেকে নিন্দার ঘটনা সচরাচর দেখা যায় না। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। রিয়াসির ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে।
পাকিস্তানের কোনও ক্রিকেটার ভারতে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা করছেন, এই ঘটনা সাধারণত দেখে যায় না। তবে এবার এই বিরল কাজই করেছেন পাকিস্তানের পেসার হাসান আলি। তিনি রিয়াসিতে জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন হাসান। সেই ছবিতে দেখা গিয়েছে, মন্দিরে আগুন ধরে গিয়েছে। বোমা বিস্ফোরণের ফলে মন্দিরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন মিলে হামলা চালাচ্ছে। এই ছবির উপরে লেখা, 'অল আইজ অন বৈষ্ণো দেবী টেরর অ্যাটাক।' ভারতীয় ক্রিকেটাররা যেখানে রিয়াসিতে জঙ্গি হামলার নিন্দা করেননি, সেখানে পাকিস্তানের একজন ক্রিকেটারের সরব হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। হাসানের স্ত্রী ভারতীয়। সেই কারণেই হয়তো তিনি রিয়াসিতে জঙ্গি হামলার নিন্দা করেছেন বলেও অনেকে মনে করছেন।
জঙ্গি হামলার নিন্দায় ট্রেভিস হেডও
হাসানের মতোই রিয়াসিতে জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেড। সোশ্যাল মিডিয়ায় হাসান যে পোস্ট করেছেন, সেই একই ছবি শেয়ার করেছেন হেড। আইপিএল-এ খেলার সুবাদে ভারতের সঙ্গে ভালোভাবেই পরিচিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ খেলতেও ভারতে এসেছিলেন হেড। এই কারণেই তিনি এদেশের প্রতি সংবেদনশীল।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলা
৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। সেদিনই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। এই দিনই রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। শিশু-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং অন্তত ৪০ জন আহত হন। বাসে করে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় পুণ্যার্থীদের। খাদে পড়ে যায়। তার ফলেও অনেকে আহত হন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জম্মু-কাশ্মীরে পরপর সন্ত্রাসবাদী হামলা! নিকেশ ১ জঙ্গি, শহিদ ১ জওয়ান সহ আহত ৬ জন
ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর! রাতের অন্ধকারে হামলা চালাল সন্ত্রাসীরা, ভয়াবহ জখম ২ জওয়ান