Pakistan: রমজান মাসে বাড়ছে চুরি, ছিনতাই, মসজিদে নাবালকদের যৌন নিগ্রহ, সরব পাক নাগরিকরা

পাকিস্তানের অর্থনীতি, গণতন্ত্র, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি সামাজিক অবক্ষয়ও চরমে। পাকিস্তানের সাধারণ মানুষই দেশের অবস্থা নিয়ে সরব।

সারা বিশ্বের মুসলিমদের কাছে বছরের সবচেয়ে পবিত্র মাস রমজান। এই মাসে সবরকম খারাপ কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়। কিন্তু এই রমজান মাসেই পাকিস্তানে বাড়ছে অপরাধ। চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা তো লেগেই রয়েছে, পাশাপাশি আরও ঘৃণ্য অপরাধও দেখা যাচ্ছে। মসজিদে ইমামের বিরুদ্ধে নাবালকদের যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরব লাহোরের সাধারণ মানুষ। তাঁরা পাকিস্তানের সামাজিক অবক্ষয়ের নিন্দা করছেন। মুসলিমরাই যে রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে পারছেন না, সে বিষয়ে মুখ খুলেছেন লাহোরের মানুষ। তাঁরা মসজিদে নাবালকদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করছেন।

পাকিস্তানে অচলাবস্থা চরমে

Latest Videos

পাকিস্তানে সামাজিক অবস্থার চরম অবনতির কথা তুলে ধরেছেন এক ইউটিউবার। তিনি লাহোরের দুই বাসিন্দার সঙ্গে কথা বলেছেন। এই দুই ব্যক্তি পাকিস্তানের বর্তমান অবস্থা তুলে ধরেছেন। এক ব্যক্তি জানিয়েছেন, 'রমজান মাসে অপরাধ বেড়ে চলেছে। বছরের অন্য সময়ের সঙ্গে অপরাধের ক্ষেত্রে রমজান মাসের কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। কয়েকদিন আগেই আমাদের পাড়ায় রাস্তায় মোবাইল ফোন ছিনতাই হয়েছে। মসজিদের পবিত্রতাও বজায় থাকছে না। মুজফফরনগরে মসজিদে ১৪ বছরের ছেলের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। বলা হয়, রমজান মাসে শয়তানকে আটক করে রাখা হয়। কিন্তু আমাদের মধ্যেই শয়তান বাস করে। ফলে আমরা শয়তানের কথায় চলছি।'

পাকিস্তানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই

লাহোরের অপর এক বাসিন্দা জানিয়েছেন, 'আমরা অন্য দেশের কথা বলি। কিন্তু আমাদের দেশের অবস্থা নিয়ে কিছু ভাবি না। আমাদের দেশে সব জায়গায় অব্যবস্থা চরমে। অমুসলিমরা কিছু করলে আমরা তাদের ধড় থেকে মাথা আলাদা করে দেওয়ার দাবি তুলি। কিন্তু মুসলিমদের অপরাধ নিয়ে আমরা চোখ বন্ধ করে থাকি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানে ভয়াবহ আর্থিক অবনতি! দারিদ্র সীমার নিচে চলে যেতে পারেন আরও এক কোটি মানুষ

পাকিস্তানে বিচারপতিদের বিষাক্ত পাউডারযুক্ত হুমকি চিঠি! দুশ্চিন্তায় পাক সরকার

পাকিস্তানের ওপর ফের দাদাগিরি চিনের, সেনা মোতায়েনের জন্য চাপ ইসলামাবাদের ওপর

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir