India Pak War Tension: ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, সেনাকে 'পূর্ণ স্বাধীনতা' শাহবাজের

Published : May 08, 2025, 11:46 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

India Pakistan Clash News: ভারতের 'অপারেশন সিঁদুরে' দিশেহারা পাকিস্তান। বুধবার এয়ার স্ট্রাইকের পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান।       

India Pakistan Clash News: ভারতের 'অপারেশন সিঁদুরে' দিশেহারা পাকিস্তান। বুধবার গভীর রাতে এয়ার স্ট্রাইকের পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান (Pakistan)। তাহলে কী এবার ভারতের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত হানবে পাকিস্তান? সূত্রের খবর তেমনটাই। কারণ, ভারতের বিরুদ্ধে লড়তে সেনবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শাহবাজ শরিফ সরকার।

জানা গিয়েছে, এক পাক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছিল যে, 'পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ২২ এপ্রিলের ঘটনার পর এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তান স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গৃহীত হয়নি।'

ওই পাক প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে, যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস সেখানেই হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে।' সেনাকে ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রেস বিবৃতিতে।

সূত্রের খবর, ভারতের কাছে সপাটে থাপ্পড় খাওয়ার পর থেকেই পাল্টা প্রতিশোধ নিতে তেড়েফুঁড়ে উঠেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দাবি, এভাবে হামলা চালানো যুদ্ধাপরাধ। সঠিক সময়ে ভারতকে এর যোগ্য জবাব দেওয়া হবে। পুরো পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছে। তিনি বলেন, ''আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না।''

উল্লেখ্য, জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। চোখের সামনে খুন হতে হয় ২৬ পর্যটককে। সেই ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল আসমুদ্র হিমাচল। অবশেষে ঘটনার ১৫ দিনের মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। ৭ মে বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী। একযোগে তিন বাহিনীর হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় ২৪টি জঙ্গিঘাঁটি।

 

 

অন্যদিকে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ওপর হামলা করে ভারতীয় সেনা। উড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের নানান ছবি। তবে, সেই সকল ছবি নিয়ে অনেকেই নানান মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন তা ফেক। এবার প্রকাশ্যে এল স্যাটেলাইটের ছবি।

স্যাটেলাইটে ধরা পড়ল অপারেশন সিঁদুর-র প্রভাবে পাকিস্তানে কী অবস্থা হয়েছে তার দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দৃশ্য। বাহাওয়ালপুর ও মুরিদকেতে গম্বুজের ছবি দেখা যাচ্ছে। আর সেই গম্বুজের ছিদ্র স্পষ্ট বোঝা যাচ্ছে স্যাটেলাইটে। বাহাওয়ালপুর ও মুরিদক মূলক জৈশ ই মোহাম্মদ (জেইএম) এবং লস্কর ই তৈয়বা (এলইচি)-ক কার্য পরিচালনার জন্য পরিচিত। ভারতীয় সেনার ছোঁড়া ক্ষেপণাস্ত্রে যে ধ্বংস হয়েছে সেই সকল স্থান তা স্পষ্ট দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবি।

ভাইরাল হওয়া ছবি বলছে, ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো বাহাওয়ালপুরের সুবহাম আল্লাহ মসজিরে গম্বুজে ছিদ্র করেছে। সেই স্থান জৈশ ই মোহাম্মদের কাজের সঙ্গে যুক্ত। অপর ছবি মুরিদকেতে। স্যাটেলাইটের ছবিতে লস্কর ই তৈয়বার একটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। সরকারি সূত্রে খবর, নিষিদ্ধ সংগঠন জেইএম, এলইটি, হিজবুল মুজাহিদিনের সঘ্য়ে যুক্ত ৮০ জনেরও বেশি জঙ্গি এদিন নিহত হন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া