'মেয়েদের পার্কে যাওয়া নিষিদ্ধ' এমনই ফতেয়া জারি করল আফগানিস্তানের তালিবান সরকার

Published : Nov 11, 2022, 02:41 AM ISTUpdated : Nov 11, 2022, 03:05 AM IST
women protest against taliban restrictions

সংক্ষিপ্ত

কাবুলে মেয়েদের পার্কে যাওয়া নিষিদ্ধ করে দিল তালিবান। যে কোনও ধরনের পার্ক এবং মেলায় মহিলারা প্রবেশ করতে পারবেন না।

কাবুলে মেয়েদের পার্কে যাওয়া নিষিদ্ধ করে দিল তালিবান। যে কোনও ধরনের পার্ক এবং মেলায় মহিলারা প্রবেশ করতে পারবেন না। দেশের রাজধানী শহরে এমনই ফতোয়া জারি করা হয়েছে।আফগানিস্তানে মেয়েদের একা একা রাস্তাঘাটে চলাফেরা করা আগেই নিষিদ্ধ করে দিয়েছিল তালিবান। কেবল মাত্র পুরুষ সঙ্গী সঙ্গে থাকলেই মহিলারা ঘরের বাইরে বার হতে পারেন। তবে এ বার পুরুষসঙ্গী থাকলেও মহিলারা পার্কে বা মেলায় যেতে পারবেন না। কাবুলের পার্কগুলিতে তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো তালেবান সরকারের পক্ষ থেকে ।মেয়েদের সম্মান ও স্বাধীনতা রক্ষার্থে যে গোষ্ঠীর উদ্ভব ঘটেছিলো একসময় আজ হঠাৎ তাদের সেই মতাদর্শের আমূল পরিবর্তন দেখে ফের সমালোচনার ঝড় উঠলো আন্তর্জাতিকমহলে।

তালিবান সরকারের মুখপাত্র মহম্মদ আকিফ সাদেক মহাজির বলেছেন, ‘‘১৫ মাসের বেশি সময় ধরে আমরা নিয়মকানুন বলবৎ করে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করে চলেছি। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে নানা জায়গায় আইন ভাঙা হচ্ছে। অনেক জায়গাতেই পুরুষ এবং মহিলারা এক সঙ্গে মিশে যাচ্ছেন। মেয়েরা অনেক ক্ষেত্রে হিজাব পরছেন না। এ সব দেখে আমরা নতুন সিদ্ধান্ত নিলাম। আপাতত পার্ক এবং মেলায় মেয়েদের নিষিদ্ধ করা হল।’’

তালিবান শাসিত আফগানিস্তানে মেয়েদের জন্য সর্বত্র হিজাব এবং বোরখা পরা বাধ্যতামূলক। একা একা রাস্তায় মেয়েদের চলাফেরা করাও নিষিদ্ধ। এ ছাড়া, দেশে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলও বন্ধ করে রেখেছে সরকার। এই পরিস্থিতিতে সরকারের মেয়েদের জন্য পার্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে একেবারেই স্বাগত জানাতে পারছেন না কাবুলের মহিলারা। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে কাবুল নিবাসী এক মহিলা বলেছেন, ‘‘আমরা বদ্ধ জায়গায় বসে বসে খুবই হতাশ। স্কুল নেই, কোনও কাজ নেই, আমাদের কিছু অন্তত দেওয়া উচিত, যা আমরা উপভোগ করতে পারব।’’

আরও পড়ুন

কেরলের কলামণ্ডলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হল রাজ্যপাল আরিফ খানকে, পিনারাই বিজয়নের সরকারের এই নয়া সিদ্ধান্তে আলোড়ন শিক্ষামহলে

গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আন্দামান নিকোবরের প্রাক্তন মুখ্যসচিব, সরকারী পদের অপব্যবহারে বরখাস্তের সিদ্ধান্ত সরকারের

বিশ্বকাপ থেকে ছিটকে কান্নায় ভাসলেন ভারতীয় অধিনায়ক রাহুল ,সাত্বনা দিতে এগিয়ে এলেন দ্রাবিড়

PREV
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি