রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, রণক্ষেত্রে রুশ সেনার বিরুদ্ধে রয়েছেন স্নাইপার 'ওয়ালি'

রিপোর্ট অনুযায়ী ওয়ালি বুধবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেন এসেছেন। মাত্র দুই দিনে তিনি ৬ রুশ সেনাকে হত্যা করেছেন। ইউক্রেন আসার আগে ওয়ালি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইউক্রেনীয়দের সাহায্য করতে চান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ( Russia-Ukraine Crisis) থামার আপাতত কোনও সম্ভাবনা নেই। রুশ সেনার আগ্রাসন ক্রমশই বাড়ছে। শনিবার পর্যন্ত পাওয়া খবরে রাশিয়ে ঘিরে রেখেছে ইউক্রেনের রাজধানী কিয়েভকে। এই অবস্থাতেও ঘুরে যেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়। কারণ ইউক্রেনের হয়ে বন্দুক তুলে নিয়েছেন বিশ্বের সেরা স্নাইপার ওয়ালি (Sniper Wali)। চলতি সপ্তাহের শুরুতেই তিনি নাকি ইউক্রেন পৌঁছেছেন। আর যুদ্ধ বিধ্বস্ত দেশে পা রেখেই কাজ শুরু করেছে দিয়েছেন। 

রিপোর্ট অনুযায়ী ওয়ালি বুধবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেন এসেছেন। মাত্র দুই দিনে তিনি ৬ রুশ সেনাকে হত্যা করেছেন। ইউক্রেন আসার আগে ওয়ালি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইউক্রেনীয়দের সাহায্য করতে চান। তিনি আরও বলেছেন এই দেশের মানুষ ইউরোপীয়ান হতে চান- রাশিয়ান নয়। সেই জন্য তাদের ওপর ক্রমাগত বোমা বর্ষণ  করা হচ্ছে। শান্তিপ্রিয় দেশের মানুষ হিসেবে পরিচিত ইউক্রেন। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বন্দুত হাতে নিয়েছেন। 

Latest Videos

২২তম রয়্যাল কানাডিয়ান রেজিমেন্টের প্রবীণ সদস্য ওয়ালি। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। জেলেনস্কির ডাকে সাড়া দিয়েই ইউক্রেন এসেছেন বলেও জানিয়েছেন ওয়ালি। তিনি বলেছেন জেলেনস্কির ডাকে তাঁর মধ্যে আগুন জ্বলেছে। তাই তিনি যুদ্ধক্ষেত্রে এসেছেন। 

বিশ্ব সেরা স্নাইপারদের মধ্যে একজন হলেন ওয়ালি। দিনে ৪০টি হত্যা করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সাধারণত একজন ভালো স্নাইপার দিনে ৫-৬ জনকে হত্যা করতে সক্ষম। আর খুব ভালো স্নাইপার হলে দৈনিক ৭-১০টি হত্যা করতে পারে। কিন্তু তাদেরও ছাপিয়ে গেছেন ওয়ালি। 

৪০ বছরের ওয়ালি ফরাসী-কানাডিয়াক। কম্পিউটার বিজ্ঞানী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৯-২০১১ সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে দুবার কাজ করে গেছেন। তিনি আফগানিস্থানে থাকার সময়ই ওয়ালি নামটি পান। যার অর্থ হল রক্ষক। স্ত্রী ও এক শিশু সন্তানকে রেখেই মানবতার তাগিদে রাশিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে এসেছেন বলেও জানিয়েছেন।  ওয়ালি মসুলে ইসলামিক স্টেট জঙ্গিকে গুলি করে হত্যা করেছিলেন। সেই সময় ম্যাকমিলান টিএসি-৫০ রাইফেল থেকে গুলি চালান। প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যভেদ করে। নিহত হয় জঙ্গি। সেই দিক থেকে ওয়ালির দখলে রয়েছে বিশ্বের দীর্ঘতম হত্যার রেকর্ড। তার সহসীকতার কথা এখনও মানুষ মানে রেখেছে।

'কংগ্রেস যদি না থাকত মমতার জন্মই হত না', চড়া সুরেই মমতার সমালোচনার জবাব অধীরের

গান্ধীদের হাতে কি থাকবে কংগ্রেসের রাশ, রবিবার সিদ্ধান্ত হতে পারে ওয়ার্কিং কমিটির বৈঠকে 

'৩৬০ ডিগ্রি পারফর্ম করতে হবে', গুজরাটে খেল মহাকুম্ভর বর্ণাঢ্য সূচনায় বললেন প্রধানমন্ত্রী মোদী

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন